ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইংল্যান্ডে ক্রিকেট বন্ধ করায় ‘নাখোশ’ নাসের হুসেইন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ডে ক্রিকেট বন্ধ করায় ‘নাখোশ’ নাসের হুসেইন

করোনাভাইরাস আতঙ্কে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ দেশটিতে ২৮ মে পর্যন্ত সকল প্রকার পেশাদার ক্রিকেট বন্ধ করার ঘোষণা দিয়েছে।

তবে ইসিবির এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। সাবেক এ ক্রিকেটার মনে করেন, করোনাভাইরাসে কেবল বোর্ড নয় ক্ষতি হবে খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, গ্রাউন্ডসম্যান সবার। ৫১ বছর বয়সী সাবেক এ অধিনায়ক মনে করেন ইসিবির উচিত শীঘ্রই খেলা ফেরানোর পরিকল্পনা নেওয়া।

‘আমি বুঝতে পারছি ইসিবির সামনে আর কোনো পথ খোলা নেই। তবে ইসিবি সেখানে সঠিক কোনো তথ্য দিতে পারেনি যে, ২৮ মে থেকে খেলা ফিরবে কিনা। কারণ এটা বাড়তে পারে। তবে ক্রিকেটার, গ্রাউন্ডসম্যান, ক্লাব, আম্পায়ার সবাই জানতে চায় কবে নাগাদ তাদের কাজ শুরু হবে। ইসিবিরও সে পদক্ষেপ নেওয়া উচিত।’-বলেন নাসের।

এদিকে ইসিবির দেওয়া নতুন সূচি অনুযায়ী কাউন্টি ক্রিকেটের সাত রাউন্ড বাদ পড়ে যাবে। পরবর্তীতে মৌসুমের শেষে সে খেলাগুলো আয়োজন করার ইচ্ছা। তবে সাদা বলের ক্রিকেটের সূচি পরিবর্তন করতে ইচ্ছুক নয় ইসিবি। ফলে ১৮ টি কাউন্টি দল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। শুধু কাউন্টিতে অংশ নেওয়া ক্রিকেটাররাও হবে ক্ষতিগ্রস্ত।

এ সমস্যা থেকে উত্তরণের জন্য লাল বলের ক্রিকেটকে আর্থিক গুরুত্ব দেওয়া উচিত জানিয়ে নাসের হুসেইন বলেন, ‘ইসিবি এ মুহূর্তে আর্থিক দিক থেকে সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটকে প্রাধান্য দেওয়া উচিত্।’

একই মতামত দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জোনাথন ট্রটও, ‘ইসিবি ভাগ্যবান যে, তারা ঘরোয়া ক্রিকেট থেকে ভালো পরিমাণ অর্থ পায়। তাদের মাথায় রাখা উচিত অন্যান্য দেশের মতো ইংল্যান্ডে ৬ বা ১০টা দল নয়। বরং ১৮টি কাউন্টি দল আছে। ইসিবির ক্লাবদের প্রতি সম্মান রাখা উচিত।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়