ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘দ্য টেস্ট’, যে গল্প ক্রিকেট অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দ্য টেস্ট’, যে গল্প ক্রিকেট অস্ট্রেলিয়ার

‘অসাধারণ, অবিশ্বাস্য, দুর্দান্ত’- অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাম্প্রতিক উত্থান-পতন নিয়ে নির্মিত সিরিজ ‘দ্য টেস্ট’ দেখে অস্ফুট স্বরে বেরিয়ে আসে শব্দগুলো।

ঠিক পড়ছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরের ঘটনা নিয়ে নির্মিত করেছে টিভি সিরিজ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এ গল্পের শুরু হয় কলঙ্কময় অধ্যায় দেখিয়ে। সেই কেপটাউন টেস্ট, যেখানে ভেঙ্গে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার মেরুদণ্ড। ২০১৫ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম দুই নায়ক ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথ নিষিদ্ধ হন এই টেস্টে বল টেম্পারিং কান্ডে। ‘স্যান্ডপেপার গেইট’ কেলেঙ্কারি উঠে আসে এ টিভি সিরিজে। এরপরে স্মিথের কান্না, অজিদের মাঠের বাজে পারফরম্যান্স, কোচের পদত্যাগ সবকিছু নিখুঁত ভাবে উঠে আসে সিরিজটিতে।

পতনের গল্প শেষেই আসে উত্থানের গল্প। যেখানে দেখা যায় নতুন কোচ জাস্টিন ল্যাঙারের অধীনে অজিদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ভঙুর দলটির বড় দলের বিপক্ষে খেলে নিজেদের বিশ্বকাপের জন্য তৈরি করার চেষ্টা। ঐ অন্ধকার সময় পেরিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা, ১৮ বছর পর অ্যাশেজ ধরে রাখা, স্মিথের অতিমানবীয় ব্যাটিং, বিশ্বকাপে ওয়ার্নারের নিজেকে প্রমাণ করা, মার্নাস লাবুশেনের আান্তর্জাতিক ক্রিকেটে রাজসিক প্রবেশ সব উঠে এসেছে সিরিজটিতে।

অ্যামাজান প্রাইমের সহায়তায় নির্মিত ‘দ্য টেস্ট’ নামের অসাধারণ এই সিরিজটিতে ক্রিকেটানুরাগীরা অজিদের সম্পর্কে জানতে পারবে। ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার গল্প দেখবে। ক্রিকেটের মধ্য দিয়ে অনুপ্রেরণা খুঁজে পাবে।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়