ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভগবান তোমাকে আরও শক্তি দিন, টুইটারে আফ্রিদিকে হারভজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভগবান তোমাকে আরও শক্তি দিন, টুইটারে আফ্রিদিকে হারভজন

নিজ নামে একটি ফাউন্ডেশন পরিচালনা করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি।

‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ নামের সেই অলাভজনক সংস্থা পাকিস্তানে করোনা মোকাবিলায় বড় ভূমিকা পালন করেছে। আর্থিক সাহায্যের পাশাপাশি আফ্রিদি নিজের ফাউন্ডেশন থেকে দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন। পাকিস্তানের এ ক্রিকেটারের মহানুভবতা প্রশংসিত হচ্ছে সর্বত্র।

আফ্রিদি কয়েকটা ছবিও পোস্ট করেছেন তাঁর উদ্যোগের। সবাইকে এগিয়ে আসার অনুরোধও করেছেন। আফ্রিদির মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হারভজন সিং। টুইটারে আফ্রিদিকে হারভাজন লিখেছেন, ‘মানবতার দারুণ নিদর্শন। ভগবান আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আফ্রিদি, তোমাকে আরও শক্তি দিন। পুরো বিশ্বের জন্য প্রার্থনা থাকল।’

এর প্রতিক্রিয়া হিসেবে হরভজনের উদ্দেশে আফ্রিদি লেখেন, ‘মানবতা সবকিছুর ঊর্ধ্বে। তোমার এই কথাগুলোর জন্য ধন্যবাদ। পুরো বিশ্বের এখন একত্রিত হওয়া দরকার। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে গরিবদের পাশে দাঁড়ানো আমাদের সম্মিলিত দায়িত্ব।’

করোনার থাবায় জনজীবন বিপর্যস্ত। লক ডাউন হয়ে আছে গোট বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর মিছিল। এ পরিস্থিতিতে দুঃস্থদের কষ্ট সবথেকে বেশি। তাদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের আহ্বান করা হচ্ছে।

বাংলাদেশের ক্রিকেটাররাও পিছিয়ে নেই। লিটন কুমার দাশ ও রুবেল হোসেন এরই মধ্যে নিজেদের উদ্যোগে খাদ্যসামগ্রী দিয়েছেন খেটে খাওয়া মানুষদের। পাশাপাশি বাংলাদেশের ২৭ ক্রিকেটার নিজেদের বেতনের অর্ধেক অর্থ অনুদান করেছেন।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়