ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনা নিয়ে গান গাইলেন ব্রাভো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে গান গাইলেন ব্রাভো

বিশ্বজুড়ে করোনাভাইরাস ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রতিদিন হাজারের উপর মানুষ মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ছয় লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৬ হাজারেরও বেশি।

এ অবস্থায় খেলা বন্ধ হয়ে গেছে বিশ্বজুড়ে। বিপর্যস্ত এই সময়ে মানুষকে অনুপ্রেরণা দিতে গান বেঁধেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। এর আগে চ্যাম্পিয়ন গান দিয়ে আলোড়ন তোলা ব্রাভোর এবারের গানের শিরোনাম ‘উই আর নট গিভিং আপ।’

নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন প্রেরণাদায়ী নতুন এই গানের ভিডিও। ‘এই মহামারি ছড়িয়ে পড়ায় সবার জন্য আমার প্রার্থনা। করোনাভাইরাসের মাঝে এটি একটি ইতিবাচক গান।’- গানটা পোস্ট করার সময় এমন বার্তা দিয়েছেন ব্রাভো।

করোনার এই ভয়াল সময় নিয়ে ব্রাভো গানে গানে বলেন, ‘ইটস আ ব্যাড সিচুয়েশন, ইটস আ স্যাড সিচুয়েশন।’ এরপরে করোনা আক্রান্ত দেশগুলোর প্রতি প্রার্থনার আহবান জানিয়ে সুর তোলেন, ‘লেটস প্রেয়ার ফর ইতালি, ইংল্যান্ড এন্ড জার্মানি, ত্রিনিদাদ এন্ড জ্যামাইকা, ইন্ডিয়া এন্ড চায়না, সে প্রেয়ার ফর আমেরিকা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা।’

শুধু দেশ নয় ব্রাভো করোনাভাইরাস বিষয়ে সচেতন হতে আহবান জানিয়েছেন সাদা, কালো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাইকে। ব্রাভো বিশ্বাস করেন করোনা হার মানবে মানুষের কাছে। তাইতো গানের শেষ করেন, ‘হারবে করোনা’ বলে।

 

ঢাকা/কামরুল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়