ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘লা লিগায় রোনালদো মেসির পেছনে ছিলো’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘লা লিগায় রোনালদো মেসির পেছনে ছিলো’

লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো, কে সেরা? এমন বিতর্কে দুই ফুটবল সেরার সমর্থকরা কখনো একটি নির্দিষ্ট উত্তরে এক হতে পারবে না।

এবার সে বিতর্ক আরেকটু উস্কে দিয়েছেন লিভারপুলের কিংবদন্তি জেমি কারাঘের। এই অলরেড তারকা মনে করেন লা লিগায় রোনালদোর অবস্থান মেসির পরেই ছিলো। আর মেসির পেছনে থাকা সহজভাবে নিতে পারেননি পর্তুগিজ স্ট্রাইকার। নিজেকে সেরা প্রমাণ করতেই ইতালিয়ান লিগের দল জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনালদো।

কারাঘের বলেন, ‘রোনালদো জানতো লা লিগায় তাকে সবসময় মেসির পেছনে রাখা হবে। আমার মনে হয়, এর জন্যই চলে গেছে সে। আসলে রোনালদো খুব চালাক। আমি সব দেশে লিগ জিতেছি, সব দেশে সর্বোচ্চ স্কোরার হয়েছি, আমার ভান্ডারে অনেক কিছু থাকলো আর কি! এসব বলতেই সে ইতালিতে পাড়ি জমিয়েছে। আমার মনে হয়, সে সম্ভবত মেসির বিপরীতটাই করতে চায় এবং নিজেকে কিছুটা আলাদা হিসেবে তুলে ধরতে চায়।’

তবে আলাদা আলাদা লিগে ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে খেললেই কেবল সফলতা মিলবে এটা বিশ্বাস করেন না সাবেক এই লিভারপুলের ফুটবলার। মেসিকে তাই নিজেকে প্রমাণ করতে বার্সেলোনা ছাড়তে হবে এমনটাও মনে করেন না কারাঘের, ‘ফ্রাঙ্কো বারেসি আর পাওলো মালদিনি এসি মিলান ছেড়ে কখনও যাননি বলে কি তারা খারাপ ডিফেন্ডার? মেসি বার্সেলোনা না ছাড়লে সেরা হতে পারবে না, এমনটা মনে করি না আমি। আমি বরং বলব, কেন তুমি বার্সেলোনা ছাড়তে যাবে?’

গত প্রায় এক যুগ ধরে মেসি আর রোনালদো বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার ভাগাভাগি করে নিচ্ছেন। রোনালদো যেখানে পাঁচবার পেয়েছেন সেখানে মেসি ছয়বার জিতেছেন ব্যালন ডি’অরের পুরস্কার। তাই মেসি কেবল বার্সেলোনার হয়ে জিতে এমন সমালোচনার পক্ষে নন কারাঘের,

‘মেসি সেরা ক্লাবে খেলছে, সে সেখানের সেরা খেলোয়াড়। ইউরোপেরও সেরা খেলোয়াড় সে। বড় মঞ্চে মেসি বড় দলের বিপক্ষে সেরাটা করে দেখিয়েছে। নিরপেক্ষভাবে বললে বলব রোনালদো ভালো করেছে। তাই বলে মেসির সমালোচনা করার মানে হয় না।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়