ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সৌরভের জন্য ওয়ার্নের দলে জায়গা হারালেন লক্ষ্মণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌরভের জন্য ওয়ার্নের দলে জায়গা হারালেন লক্ষ্মণ

করোনাভাইরাসের কারণে সবাই এখন গৃহবন্দি। এসময় নিজের ভক্ত-সমর্থকদের সাথে অনলাইনে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নও বেছে নিয়েছেন একই পন্থা।

সেখানে এক ভক্ত শেন ওয়ার্নের কাছে তার বিপক্ষে খেলা সেরা ভারতীয় টেস্ট একাদশ বেছে নিতে বলেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নও নিজের পছন্দের একাদশ নির্বাচন করে জানান ভক্তদের।

ওয়ার্নের একাদশে সবচেয়ে চমক জাগানিয়া বিষয় ছিলো ভিভিএস লক্ষ্মণের নাম না থাকা। ওয়ার্নের সেরা সময়েও লক্ষ্মণ ভুগিয়েছেন তাকে। এমনকি অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জয়, সিরিজ ড্র করার নেপথ্যের নায়ক ছিলেন লক্ষ্মণ। তবে কেন তাকে রাখেননি? ওয়ার্ন জানালেন, সৌরভকে দলে সুযোগ দিতে জায়গা হয়নি লক্ষ্মণের।

৫০ বছর বয়সী ওয়ার্ন তার সেরা ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে। যদিও দলে অধিনায়কত্ব করার মতো কপিল দেব, আজহারউদ্দীন ও রাহুল দ্রাবিড়ের মতো তারকারা ছিলো। তবে ওয়ার্ন মনে করেন সৌরভই যোগ্য। আর অধিনায়ক সৌরভকে দলে রাখার জন্য কোপ পড়ে লক্ষ্মণের উপর।

‘দ্রাবিড় আমার দীর্ঘদিনের বন্ধু। সে আমাদের বিপক্ষে অসংখ্য শতকও পেয়েছে। বাকিরাও অধিনায়ক হিসেবে সফল। তবে আমি গাঙ্গুলিকেই বেছে নিবো। তাকে অধিনায়ক হিসেবে রাখবো বলেই ভিভিএস লক্ষ্মণকে দলে রাখিনি।’

এদিকে দলে জায়গা হয়নি বিরাট কোহলি ও মাহেন্দ্র সিং ধোনি। যোগ্যতার বিচারে তারা দলে জায়গা পাওয়ার সুযোগ থাকলেও তাদের বিপক্ষে কোনো টেস্ট খেলেননি ওয়ার্ন। তাই দলে তাদের রাখেননি তিনি।

ওয়ার্নের চোখে তাঁর বিপক্ষে খেলা ভারতের সেরা টেস্ট একাদশঃ বীরেন্দর শেওয়াগ, নভোজিত সিং সিধু, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দীন, সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), কপিল দেব, হরভাজন সিং, নয়ন মঙ্গিয়া, আনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়