ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আপনি জানেন কি?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আপনি জানেন কি?

ক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।

আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক মেরেছেন কোন ক্রিকেটার?

অভিষেক টেস্টে ইতিহাস গড়া মোহাম্মদ আশরাফুল টেস্টে সবচেয়ে বেশি ডাক মেরেছেন। ১১৯ ইনিংসে আশরাফুলের ডাক ১৬টি। এরপরই আছেন মাশরাফি বিন মুর্তজা (১২), খালেদ মাসুদ (১১), মাহমুদউল্লাহ রিয়াদ (১১) ও মুশফিকুর রহিম (১১)।

সর্বোকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি পেয়েছিলেন আশরাফুল। শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন অঙ্কের দেখা পান। এরপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন একাধিক স্মরণীয় ইনিংস। এর ভেতরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর কার্ডিফে সেঞ্চুরি বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যায় অন্য উচ্চতায়।

২০১২ সালে ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছর নিষিদ্ধ হওয়ার পর আশরাফুলের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে যায়। এখন ২২ গজে ফেরা হলেও আন্তর্জাতিক অঙ্গনে ফেরা হয়নি।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়