ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘লারা সেরাদের সেরা, টেন্ডুলকার কৌশলে এগিয়ে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘লারা সেরাদের সেরা, টেন্ডুলকার কৌশলে এগিয়ে’

নিজের সাথে বা বিপক্ষে খেলা এমন সাত ব্যাটসম্যানের নাম জানতে চাওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের কাছে।

ফক্স স্পোর্টসের করা সেই জরিপে ক্লার্ক কিছুটা চমকেই দিয়েছেন। নিজের সেরা সাতের তালিকায় জায়গা দিয়েছেন মাত্র এক অস্ট্রেলিয়ানকে। তবে সেরা সাতে যাদেরকে জায়গা দিয়েছেন তাঁরা প্রত্যেকেই বিশ্ব ক্রিকেটের মহা তারকা।

২০১৫ বিশ্বকাপ জয়ী ক্লার্ক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১২ বছর। এ শতাব্দীর শুরুতে অস্ট্রেলিয়া দলে তাঁর পথ চলা শুরু হয়। তখন রিকি পন্টিং, ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্টদের সাফল্যের সূর্য মধ্যগগণে। তাঁদের বিদায়ের পর ক্লার্ক পেয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের। এছাড়া টেন্ডুলকার, লারা, পিটারনেস, ক্যালিসদের বিপক্ষে তো খেলেছেনই।

২২ গজে রঙিন সময় কাটানো এ ক্রিকেটার নিজের সেরা সাতের তালিকায় জায়গা দিয়েছেন, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং এবং কুমার সাঙাকারাকে।

ক্লার্কের মতে, সেরা সাত বাছাইয়ে কোনো বেগ পেতে হয়নি তাকে এবং যাদেরকে তিনি রেখেছেন প্রত্যেকেই বিশ্ব ক্রিকেটের ধ্রুবতারা। 

ব্রায়ান লারাকে নিয়ে ক্লার্ক বলেছেন,‘সম্ভবত আমার ক্যারিয়ারের সবথেকে পছন্দের ব্যাাটসম্যান লারা। হয়ত তাঁর পরিসংখ্যান, গড় কিংবা রেকর্ড অন্য অনেকের মতো উঁচুতে নেই কিন্তু পেসার বা স্পিনারদের যে আগ্রাসন দেখিয়ে খেলেছেন তা কেউ করতে পারেনি।আমার মতে সেরাদের সেরা ব্যাটসম্যান হচ্ছে লারা।’  

কৌশলের দিক থেকে টেন্ডুলকারকে সবচেয়ে এগিয়ে রেখেছেন ক্লার্ক। ভারতের ব্যাটিং ঈশ্বরকে নিয়ে তাঁর ভাষ্য,‘সম্ভবত কৌশলে সবথেকে এগিয়ে থাকা ব্যাটসম্যান টেন্ডুলকার। তাকে আউট করা খুব কঠিন। টেকনিকে তাঁর কোনো দূর্বলতা নেই। তাঁর ভুলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।’

বর্তমান সময়ের সেরা বিরাট কোহলিকে সেরা সাতে রাখার কারণ জানাতে গিয়ে  ক্লার্ক বলেছেন,‘এ মুহূর্তে তিন ফরম্যাটে কোহলি সেরা ব্যাটসম্যান। তাঁর ওয়ানডে এবং টি-টোয়েন্টি রেকর্ড অসাধারণ। সম্প্রতি টেস্ট ক্রিকেটের মজাও পেয়ে গেছে। টেন্ডুলকার ও কোহলির মধ্যে মিল হচ্ছে দুজনই সেঞ্চুরি পেতে পছন্দ করে।’ 

এছাড়া দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি জ্যাক ক্যালিস ও ডি ভিলিয়ারর্সকে নিয়ে ক্লার্ক বলেছেন, ‘আমার বিপক্ষে খেলা সর্বকালের সেরা অলরাউন্ডার সে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর রেকর্ড এবং যেভাবে যে রান করতেন, আগ্রাসন দেখাতেন, অসাধারণ। দক্ষিণ আফ্রিকার সুপারস্টার ডি ভিলিয়ার্স। যেকোনো জায়গায়, যেকোনো মুহূর্তে ব্যাটিং করার সামর্থ্য রয়েছে।’

স্বদেশি রিকি পন্টিংয়কে নিয়ে প্রশংসার ফুলঝুরি ছুটিয়েছেন ক্লার্ক, ‘আমার দেখা অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান পন্টিং। আমি ভাগ্যবান যে আমি তাঁর সঙ্গে খেলতে পেরেছি। এছাড়া অনেকেই আছে যারা মেধাবী। কিন্তু পন্টিং সবকিছুতেই সেরা। সেরা বোলারদের বিপক্ষে তাঁর দাপুটে ব্যাটিং সবসময় মুগ্ধ হয়ে উপভোগ করেছি। অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের সেরা ব্যাটসম্যান।’  

কুমার সাঙ্গাকারাকে নিয়ে ক্লার্ক বলেছেন, ‘আমরা অনেকেই তাকে ভুলে যাই। কিন্তু সাঙ্গাকারা অবশ্যই সর্বকালের সেরাদের একজন। ধ্রুপদী তাঁর ব্যাটিং শৈলী। তিন নম্বর পজিশনে ব্যাটিং করা কঠিন। সেখানে সে সফল। একটি বিশ্বকাপে টানা তিনটি সেঞ্চুরি করেছিল। এগুলো কিংবদন্তিদের পক্ষে সম্ভব।’

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়