ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্টোকসের কাছে শ্রেষ্ঠত্ব হারালেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টোকসের কাছে শ্রেষ্ঠত্ব হারালেন কোহলি

‘বিশ্বের শীর্ষ ক্রিকেটার’ হিসেবে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের নাম ঘোষণা করেছে উইজডেন।

২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এবং অ্যাশেজে হেডিংলিতে অবিস্মরণীয় জয় এনে দেওয়ায় এ সম্মানে ভূষিত হয়েছেন স্টোকস।

স্টোকসের জন্য গত বছর ছিল স্মরণীয়। মারামারি করে শাস্তি ভোগের পর মাঠে ফিরে দুর্দান্ত সময় কাটান। দলকে একের পর এক জয় এনে দেন। ব্যক্তিগত অর্জনে ছাড়িয়ে যান নিজেকে।

বিশ্বকাপের ফাইনালে তাঁর দৃঢ়চেতা ও একক আধিপত্যের ইনিংসে শিরোপা জেতে ইংল্যান্ড। বিশ্বকাপের পরপরই অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৫ রানের ইনিংস উপহার দেন। শেষ উইকেটে দারুণ সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জয় এনে দেন। টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা ইনিংসে এরই মধ্যে স্টোকসের ইনিংসটি নাম তুলেছে।

ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের ১৫৭তম সংখ্যায় স্টোকসের নাম উঠেছে। ২০০৫ সালের পর প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে উইজডেনের সংখ্যায় নাম উঠল স্টোকসের। উইজডেনের শেষ তিন সংখ্যায় বিশ্বের শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বিরাট কোহলি। এবার কোহলির শ্রেষ্ঠত্ব ভেঙে স্টোকস উঠলেন শীর্ষে।

উইজডেনের এডিটর এবং স্পোর্টসমেইলের ক্রিকেট লেখক লরেন্স বুথ বলেছেন, ‘বেন স্টোকস গত বছর কয়েক সপ্তাহের ভেতরে দুটি দারুণ পারফরম্যান্স দিয়েছে। প্রথমটি প্রায় অস্বাভাবিক। ভাগ্যের সহায়তায় নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল জিতিয়েছে ইংল্যান্ডকে। এরপর অ্যাশেজের তৃতীয় টেস্ট যেটি হেডিংলিতে হয়েছে। অপরাজিত ১৩৫ রান তুলে ইংল্যান্ডকে এক উইকেটে জিতিয়েছে। লাল কিংবা সাদা বল স্টোকস দুর্দান্ত, অসাধারণ।’

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়