ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা যুদ্ধে এগিয়ে এলেন বিশ্বকাপজয়ী আকবররা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা যুদ্ধে এগিয়ে এলেন বিশ্বকাপজয়ী আকবররা

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় দল, ঘরোয়া ক্রিকেটারদের পর এবার করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটাররা। 

করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের সহায়তায় বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আড়াই লক্ষ টাকা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে জাতীয় দলের ২৭ ক্রিকেটার তাদের এপ্রিল মাসের বেতনের অর্ধেক টাকা অনুদান করেছেন। ট্যাক্স কাটার পর মোট ২৬ লাখ টাকা জমা হয়েছে। এরপর বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণির ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। জানা গেছে, সেখানেও প্রায় ৯ লাখ টাকা জমা হয়েছে। এবার সিনিয়রদের দেখানো পথে এগিয়ে এলেন জুনিয়ররা।

যুব ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়ে কোয়াব বলেছে, ‘দেশের এই ক্রান্তিকালে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা যে মানবিকতা, দায়িত্ববোধ ও সচেতনতার পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। ক্রিকেটারদের সংগঠন হিসেবে তাদের এই গুরুত্ববহ সিদ্ধান্তের প্রতি সম্মান জানাচ্ছি। ’

কোয়াব মনে করে, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বর্তমান দুর্যোগ মোকাবিলা সম্ভব। কোয়াব বর্তমান ও সাবেক সকল ক্রিকেটার, সংগঠক ও শুভানুধ্যায়ীদের নিয়ে আর্থিক তহবিল গঠন করেছে।কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল রাইজিংবিডিকে বলেছেন,‘আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি ক্রিকেটারদের থেকে। সাবেক ক্রিকেটাররা এগিয়ে এসেছে। একাধিক সংগঠক আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা শিগগিরিই বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো।’



ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়