ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উইজডেনের বছরের সেরা ছবিতে চট্টগ্রামের ফিশারি ঘাট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইজডেনের বছরের সেরা ছবিতে চট্টগ্রামের ফিশারি ঘাট

উইজডেনের ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৭তম সংস্করণ প্রকাশ করা হয়েছে বুধবার।

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের এবারের সাময়িকীতে বর্ষসেরা ১১টি ছবি প্রকাশ করা হয়। ২০১৯ সালের বর্ষসেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি ছবি। চট্টগ্রামের ফিশারি ঘাটে তিন তরুণের ক্রিকেট উন্মাদনার ছবিটি বাছাই করেছে উইজডেন।

সারা বিশ্ব থেকে মোট ৬৫০টি ছবি গ্রহণ করেছিল উইজডেন। সেখান থেকে সেরা ১১টি ছবি সদ্য প্রকাশিত সংস্করণে ছাপানো হয়েছে। 

বর্ষসেরা ছবির পুরস্কার পেয়েছেন গেটি ইমেজের ফটোগ্রাফার গ্যারেথ কোপলে। হেডিংলিতে বেন স্টোকসের অবিশ্বাস্য ম্যাচজয়ী ইনিংসের উদযাপন ফ্রেমবন্দী করেছিলেন কোপলে। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন গার্ডিয়ানের টম জেনকিন্স এবং কেনো ড্রনোর কাইরেন হানলন।

জেনকিন্স লর্ডস বিশ্বকাপের ফাইনালে বাটলারের রান আউটের ছবিটির জন্য পুরস্কার পেয়েছেন। এছাড়ো হানলন কুশায়ার চাদরে মোড়ানো সমারসেট মাঠের ছবি তুলে পুরস্কার জিতেছেন।

বাংলাদেশের ছবিটি তুলেছেন ডেইলি স্টারের রাজিব রায়হান। ছবিতে দেখা যায়, ফিশারি ঘাটে জেলেদের জাল বিছানো মাঠের মাঝে কংক্রিটের ছোট্ট জায়গা পিচ হিসেবে ব্যবহার করে ক্রিকেট খেলছেন তিন কিশোর।

গত বছরও উইজডেনের সাময়িকীতে বাংলাদেশের ছবি জায়গা করে নিয়েছিল। বুড়িগঙ্গার তীরে ডকইয়ার্ডে ক্রিকেট খেলার একটি ছবি উইজডেনের দ্বিতীয় বর্ষসেরা ছবির পুরস্কার পেয়েছিল।

উইজডেনের বাছাইকৃত ছবিগুলো লর্ডসে প্রদর্শণের কথা রয়েছে।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়