ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ক্লার্কের বিরাট তত্ত্বে ক্ষুদ্ধ পেইন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্লার্কের বিরাট তত্ত্বে ক্ষুদ্ধ পেইন

আইপিএলের আশায় ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে স্লেজিং করতে ভয় পায় অস্ট্রেলিয়া!

বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার বর্তমান খেলোয়াড়ের ওপর এমন অভিযোগ তুলেছেন। স্বদেশী খেলোয়াড়দের দিকে আঙুল তুলে ক্লার্ক বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বর্তমান খেলোয়াড়দের ভাবনা এরকম, ‘‘আমি কোহলিকে স্লেজ করতে পারব না। ও আমাকে ১ লাখ ইউএস ডলারে বেঙ্গালুরুতে নেবে। আমি ছয় সপ্তাহেই এ অর্থ আয় করতে পারব। ’’ আমি মনে করি আমাদের অস্ট্রেলিয়া দল এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আগের মতো রুঢ় নেই।’

ক্লার্কের এমন উদ্ভট অভিযোগে ক্ষুদ্ধ অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন। ক্লার্কের অভিযোগ উড়িয়ে দিয়ে পেইন জানিয়েছেন, আইপিএলে অবশ্যই মোটা অঙ্কের অর্থ পাওয়া যায়। কিন্তু অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কখনোই অর্থের ওপর ঝোঁক থাকে না।

ক্রিকইনফো-কে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পেইন বলেছেন, ‘আমি ঠিক নিশ্চিত নই বিরাট কোহলিকে কে হাল্কা করে নিয়েছে। তাকে আউট করার তাড়ণা দেখাবে না কিংবা তাকে বিরক্ত করবে না এরকম কাউকেই মনে হয়নি। আমি মনে করি বল হাতে যে কেউ তাকে আউট করতে চাইবে এবং আমরা যখন ব্যাটিং করি তখন অস্ট্রেলিয়াকে জেতাতে চাই। হ্যাঁ মাঠে তাঁর সঙ্গে বিবাদে যেন না জড়ায় সেদিকে খেয়াল রাখতেই হয়।’

আইপিএলের অভিযোগ উড়িয়ে দিয়ে পেইন যোগ করেন, ‘বলার অপেক্ষা রাখে না আইপিএলে অর্থের ছড়াছড়ি। কিন্তু এর মানে এই নয় যে আমরা আইপিএলের জন্যই অপেক্ষা করি। আমাদের ছেলেরা অস্ট্রেলিয়ার জার্সিতে যখন কোনো টেস্ট খেলতে নামে প্রত্যেকে তাঁর শতভাগ দেওয়ার চেষ্টা করে। আইপিএলের চুক্তির কথা কখনোই মাথায় আনে না। সেটা বিরাট কোহলি হোক বা অন্য কোনো ভারতীয়।’ 

অবসরে যাওয়া ক্লার্ক আইপিএলে খেলেছেন পুনে ওয়ারিয়র্সের হয়ে। আইপিএলের এবারের নিলামে কলকাতা ১৫.৫ কোটি রূপিতে দলে নেয় প্যাট কামিন্সকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশী ক্রিকেটার এখন কামিন্স। গ্লেন ম্যাক্সওয়েলকে পাঞ্জাব নেয় ১০.৭৫ কোটি রূপিতে। এছাড়া নাথান কল্টার-নাইলের দাম উঠেছে ৮ কোটি রূপি। দল পেয়েছেন মার্কাস স্টইনিস, অ্যারণ ফিঞ্চ, কেন রিচার্ডসন, অ্যালেক্স ক্যারি, জস হ্যাজেলউড, অ্যান্ড্রু টাই ও জস ফিলিপ।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়