ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা মোকাবেলায় মাশরাফির অনন্য উদ্যোগ ‘ডিসইনফেক্টর চেম্বার’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবেলায় মাশরাফির অনন্য উদ্যোগ ‘ডিসইনফেক্টর চেম্বার’

মাশরাফি বিন মুর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নড়াইল সদর হাসপাতাল গেটে স্থাপিত হয়েছে ‘ডিসইনফেক্টর চেম্বার’। হাসপাতালে ঢোকার সময় এই চেম্বারের মধ্যে দিয়ে প্রবেশ করলে তার শরীরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে। স্টিম বা বাষ্প ছিটানো এই স্প্রে জীবাণু ধ্বংসের একটি কার্যকর পদ্ধতি। যা ছিটালে শরীর ভিজে যাবে না, আবার জীবাণুও মরে যাবে।

যার মাধ্যমে চিকিৎসক, সেবিকা, রোগী, সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকগণ, এ্যাম্বুলেন্স চালক, হাসপাতালে প্রবেশ ও প্রস্থানকারী সকলে উপকার পাবেন। সকলে জীবাণুর হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন।

জীবাণুনাশের এমন আধুনিক ও ব্যয়বহুল পদ্ধতি নড়াইলে চালু করায় মাশরাফি বিন মুর্তজা, এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে সর্বসাধারণ। ধন্যবাদ জানাচ্ছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে।

শিগগিরই লোহাগড়া উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে এবং যে পুলিশ বাহিনী এতো কষ্ট করে জনগণের সুরক্ষার কথা বিবেচনা করে দিনরাত কাজ করছেন তাদের জন্য এই ডিসইনফেক্টর চেম্বার স্থাপন করবেন মানবিক মাশরাফি।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়