ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুশফিকের ইতিহাস গড়া ব্যাট কিনতে বিড করবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুশফিকের ইতিহাস গড়া ব্যাট কিনতে বিড করবেন তামিম

যে ব্যাট দিয়ে রচিত হয়েছিল ইতিহাস, যে ব্যাট দিয়ে খুলেছিল ডাবল সেঞ্চুরির গেরো সেই ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। 

প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে মুশফিক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০১৩ সালে গলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দুস্থ-অসহায় মানুষদের সাহায্য করতে ব্যাট নিলামে তুলছেন মুশফিক। শিগগিরিই একটি অনলাইন প্ল্যাটফর্মে ব্যাটটির নিলাম হবে। মুশফিকের ইতিহাস গড়া ব্যাটটি  কিনতে আগ্রহ দেখিয়েছে জাতীয় দলের সতীর্থ তামিম ইকবাল। 

শনিবার ইনস্টাগ্রামে তামিম ও মুশফিক লাইভে আড্ডা দিয়েছিলেন। সেখাসে তামিম বলেন, ‘সত্যি বলতে আমি আগেই ঠিক করেছিলাম যে ব্যাটটা কিনতে বিড করবো। আমার চেষ্টা থাকবে ব্যাটটা কেনার। আমার সাধ্যমতো আমি বিড করবো।’ 

এর আগে মুশফিক বলেন, ‘একটি মহৎ উদ্যোগে আমি ব্যাটটি নিলামে তুলছি। আমি চাই না আমার ব্যাট হিসেবে মানুষ এটিকে কিনুক। মানবিক কাজে ব্যবহৃত হবে। আমি অনুরোধ করবো, আমার জন্য নয়, অসহায় মানুষদের সহায়তার জন্য যত বেশি সম্ভব মূল্যে সামর্থ্যবানরা যেন ব্যাটটি কিনে নেয়। তাহলে মানুষের উপকার বেশি হবে।’

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়