ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্থগিত হওয়া সিরিজ ২০২১ সালে খেলবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ৩ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্থগিত হওয়া সিরিজ ২০২১ সালে খেলবে ইংল্যান্ড

চলতি বছরের মার্চে শ্রীলঙ্কা সফর করার কথা ছিল ইংল্যান্ডের। গলে ও কলম্বোতে দুটি টেস্ট খেলার সূচি ছিল জো রুটদের।

কিন্তু করোনার ধাক্কায় সিরিজটি স্থগিত করেছে সফরকারীরা। স্থগিত হওয়া সিরিজ ২০২১ সালে অনুষ্ঠিত হবে। বছরের শুরুতে অর্থ্যাৎ জানুয়ারিতেই সিরিজটি আয়োজনে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সংস্থাটির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি নিউজ-কে তিনি বলেছেন,‘স্থগিত হওয়া সিরিজগুলো আয়োজনে আমরা নতুন করে সূচি ঠিক করছি। আপনারা জানেন ইংল্যান্ডের এখানে আসার কথা ছিল। কিন্তু সিরিজটি স্থগিত হয়েছে। আমরা আগামী জানুয়ারিতে সিরিজটি আয়োজনে আশাবাদী। যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঠিক হয়নি। পাশাপাশি আমরা অন্যান্য সিরিজগুলোও নিয়েও কাজ করছি। এখানে দক্ষিণ আফ্রিকারও আসার কথা ছিল। কিন্তু করোনায় সেটাও স্থগিত হয়েছে। আমরা সম্ভাব্য সকল প্রস্তুতি রাখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আমরা দ্রুত সিরিজগুলো আয়োজন করতে চাই। দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তাদের সূচিতেও ধাক্কা এসেছে। সব মিলিয়ে যৌথ সিদ্ধান্ত নিয়ে আমরা ম্যাচগুলো খেলতে মুখিয়ে।’

জুনে শ্রীলঙ্কার মাটিতে দক্ষিণ আফ্রিকার তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। মহামারী করোনার কারণে প্রোটিয়াদের দীপরাষ্ট্রে সফর স্থগিত হয়েছে। এছাড়া জুন, জুলাই ও আগস্টে শ্রীলঙ্কায় সফর করার কথা রয়েছে ভারত ও বাংলাদেশের।  অ্যাশলে ডি সিলভা জানালেন, কয়েকদিনের ভেতরেই সিরিজগুলোর ভবিষ্যৎ নির্ধারণ হবে। তিনি বলেছেন,‘সামনে আমাদের দুটি বড় সিরিজ রয়েছে। জুন-জুলাইয়ে ভারত এবং জুলাই-আগস্টে বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় আসার কথা। এ মুহূর্তে সিরিজগুলো নিয়ে কিছুটা হলেও অনিশ্চয়তা রয়েছে। তবে আমরা আশা ছাড়ছি না। আগামী সপ্তাহ কিংবা দুই সপ্তাহের ভেতরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়