ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আপনাকে কাঁধে নেওয়া ছিল আমার জন্য গর্বের’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আপনাকে কাঁধে নেওয়া ছিল আমার জন্য গর্বের’

বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টাইগার ক্রিকেটে একমাত্র অধিনায়ক হিসেবে ৫০টি জয় এসেছে তাঁর নেতৃত্বে। তবে শুধু পরিসংখ্যান নয়, টাইগার ক্রিকেটে মাশরাফির অবদান তাঁর চেয়েও বেশি। দলের খেলোয়াড়দের ভালো কিংবা খারাপ সময় বা যে কোনো বিপদে সবার আগে আশ্রয়ের জায়গা মাশরাফি।

বাংলাদেশ দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছেও মাশরাফি মানে বিশাল কিছু। আজ তামিম ইনস্টাগ্রামে লাইভে নিয়ে আসেন মাশরাফিকে। আর সেখানে মাশরাফির সঙ্গে মেতে উঠেন আড্ডায়। সেখানে ম্যাশের সঙ্গে নিজের একটা মজার এবং স্মরণীয় ঘটনা ভাগাভাগি করেন তামিম। জানান, মাশরাফির বিদায়ী ম্যাচে তাঁর সম্মানার্থে তাকে কাঁধে তুলে নেওয়ার জন্য গর্ব অনুভব করেন তিনি।

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়কত্ব শুরু করেন মাশরাফি। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছরের ৬ মার্চ পঞ্চাশতম জয় নিয়ে থামেন অধিনায়ক মাশরাফি।নড়াইল এক্সপ্রেসের অধিনায়কত্বের শেষ ম্যাচটিতে মাশরাফিকে কাঁধে তোলার শুরুর ঘটনা নিয়ে তামিম বলেন, ‘আপনাকে একটা মজার জিনিস বলি। হয়তো বা আপনি জানেন না বিষয়টা। আমি আপনাকে যেদিন আমার কাঁধে নিলাম, আপনার শেষ অধিনায়কত্বের দিন। আমি চিন্তা করে রাখছিলাম, খেলা শেষ হওয়ার আগে আমিই এটা করতে চাই। ভাগ্যিস, আমি আপনার পেছনেই ছিলাম।’

‘যখন আমি আপনাকে কাঁধে নিলাম, শুরুতে আমি ১০-১৫ সেকেন্ড দাঁড়াইতে পারছিলাম না। আমি ওই জায়গায় বসে ছিলাম। আমার মধ্যে কাজ করছিল, আমি তো লজ্জা পেয়ে যাবো। সব ক্যামেরা সামনে আমার। আল্লাহর রহমত কিভাবে যেন দাঁড়িয়ে গিয়েছিলাম। দাঁড়িয়ে গেলে তো আর সমস্যা হয় না।’

এই বিষয় নিয়ে গর্ব করেন তামিম, এমনটা জানিয়ে এরপরে আরও যোগ করেন, ‘তবে এটা আমার জীবনের সবসময়ের জন্য একটা স্মরণীয় স্মৃতি। আমি সত্যি গর্বিত যে, আমি আপনাকে কাঁধে তুলতে পেরেছি।’

তামিমের এমন বিনয়ী কথায় মাশরাফি হাস্যোজ্জ্বল মুখে ধন্যবাদ জানাতে ভোলেননি।

 

ঢাকা/কামরুল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়