ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অধিনায়ক হিসেবে যে তিনটি জয় মাশরাফির প্রিয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৭, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অধিনায়ক হিসেবে যে তিনটি জয় মাশরাফির প্রিয়

মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো দৃশ্যপটে আসেন ২০০৯ সালে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় তাকে। কিন্তু চোটে আক্রান্ত হয়ে মাঠ থেকে ছিটকে পড়তে হয় তাকে।

এরপর ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন করে পথচলা শুরু। সে থেকে ৫ বছরের বেশি সময় ধরে অধিনায়ক্ত করে পেয়েছেন ৫০টি জয়ের দেখা। এই জয় গুলোর মধ্যে কোন ৩টা জয় মাশরাফির বেশি প্রিয়? ইনস্টাগ্রামের লাইভে তামিমের ছুঁড়ে দেওয়া এমন প্রশ্নের উত্তর জানিয়েছেন মাশরাফি নিজে। তিনি ইংল্যান্ডের বিপক্ষে দুটি ও নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি জয়কে বেছে নিয়েছিলেন।

তামিম মাশরাফির কাছে করা প্রশ্নে বলেন, ‘আপনার নেতৃত্বে আমরা ৫০টা ম্যাচ খেলেছি। যেটা আমাদের জন্য অবিস্মরণীয় অর্জন। আর অধিনায়ক হিসেবে আপনার এই পরিসংখ্যান সত্যিকার অর্থে অসাধারণ। আপনার হিসেবে এই জয় গুলোর মধ্যে সেরা তিন জয় কী কী? যেটা কিনা আপনার খুব প্রিয়।’
 


তামিমের এমন প্রশ্নে শুরুতে মজা করে মাশরাফি বলেন, ‘এটা তুই (তামিম) আমাকে দুপুরে যখন কথা হলো তখন বলে রাখতি।’

এরপরে উত্তরে জানান, ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিখ্যাত জয়, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২০১৬ সালের ওয়ানডে সিরিজের একমাত্র জয়টা তাঁর কাছে সবচেয়ে বেশি প্রিয়।

মাশরাফির ভাষ্যে, ‘অবশ্যই ইংল্যান্ডের সাথে ২০১৫ এর বিশ্বকাপে। যে ম্যাচ জিতে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করি। অবশ্যই অবশ্যই চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব ও রিয়াদের শতকে ভর করা ম্যাচটা। সে জয়টা কি অবিশ্বাস্য! এছাড়া ইংল্যান্ডের সাথে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দ্বিতীয় মাচটা। যে ম্যাচে তাসকিন মাঝে বোলিংয়ে এসে ৩ টা উইকেট নিলো।’
 


এরপরে তামিম মাশরাফিকে মনে করিয়ে দেন, সে ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছিলেন অধিনায়কও, ‘আপনি সেদিন দারুণ শুরু এনে দেন। ব্যাটিংয়েও রান করেছিলেন সে ম্যাচে।’

তখন তামিমের সাথে একমত হয়ে মাশরাফি হাথুরুর একটি বিষয় টেনে বলেন, ‘হ্যাঁ। আসলে হাথুরুসিং এর আগে বলতো, তুমি কোনো দিন ব্যাটিংয়ে রান করে আমাকে জেতাতে পারবা না।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়