ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২২, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটের বয়োকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে?

বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে শতক হাঁকিয়ে বয়োকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেন আশরাফুল। রেকর্ড ভাঙা সে সেঞ্চুরি আশরাফুল খেলেন নিজের অভিষেক ম্যাচে, শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে। খেলেন ১১৪ রানের দুর্দান্ত এক ইনিংস।

বাংলাদেশের এই ক্রিকেটার ভাঙ্গেন পাকিস্তানের ব্যাটসম্যান মুস্তাক মোহাম্মদের রেকর্ড। ১৯৬১ সালে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন মুস্তাক। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ৭৮ দিন।

এই তালিকায় তিন নাম্বার নাম, ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। শচীন ১৯৯০ সালে ১৭ বছর ১০৭ দিন বয়সে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি করেন। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করে শচীন ১১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়