ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২০১৬ বিশ্বকাপজয়ী দলের চেয়েও ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দল শক্তিশালী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৭ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০১৬ বিশ্বকাপজয়ী দলের চেয়েও ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দল শক্তিশালী

ক্যারিয়ারে কখনো ৯ নম্বর পজিশনে ব্যাটিং করেননি। জাতীয় দল তো বটেই, দেশে-বিদেশে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন ডোয়াইন ব্রাভো। কিন্তু ব্যাটিং অর্ডার কখনোই লেট অর্ডারে ছিল না। মিডল অর্ডারে ব্যাটিং করতে ব্রাভো স্বাচ্ছন্দ্যবোধ করেন। কখনো কখনো ব্যাটিং করেছেন টপ অর্ডারেও। কিন্তু করোনার আগে শেষ সিরিজে তাকে ৯ নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে, নিজেকে ৯ নম্বরে ব্যাটিংয়ে দেখে অবাক হয়ে যান ডানহাতি পেস অলরাউন্ডার। ক্রিকইনফো-কে এক সাক্ষাৎকারে বলেন,‘শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজে দলের বৈঠকে কোচ ফিল সিমন্স ব্যাটিং অর্ডার লিখলেন। আমার নাম ৯ নম্বরে! আমি কিছুটা চমকে গিয়েছিলাম। আমি সতীর্থদের বললাম, আমার মনে হয় না আমি আমার ক্যারিয়ারে কখনো ৯ নম্বরে ব্যাটিং করেছি।’

ব্রাভো আরও বলেন,‘ব্যাটিং অর্ডার দেখে চমকে গিয়েছিরাল। আমি ছেলেদের বললাম, দেখো এ দলটা ২০১৬ বিশ্বকাপজয়ী দলের চেয়েও শক্তিশালী। আমাদের দশ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান। এটা কোনো মজা নয়। আমাদের দলে এখনও সুনীল নারিন যোগ দেয়নি। ও যোগ দিলে ১০ নম্বরে ব্যাটিং করবে।’

ওয়েস্ট ইন্ডিজ দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। দুবারই দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ব্রাভো। তবে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটিকেই তিনি এগিয়ে রাখছেন শক্তির বিচারে। ব্যাটিং অর্ডার হিসেব করে তাঁর বক্তব্য,‘ধরে নিন এ দলের ‍ওপেনার সিমন্স এবং লুইস। লুইস আউট হলে হেটমায়ার আসবে। হেটমায়ারকে আউট করলে নিকোলাস পুরান। আবার সিমন্সকে আউট করলে আন্দ্রে রাসেল। রাসেলের পর আমাদের অধিনায়ক পোলার্ড। এরপর পাওয়েল, ব্রাফেট এরপর চ্যাম্পিয়ন ব্রাভোকে। কল্পনা করতে পারছেন কতোটা বড় ও শক্তিশালী আমাদের ব্যাটিং অর্ডার।এটি ভয়ঙ্কর দল। আমি দারুণ রোমাঞ্চিত।’

শুধু ব্যাটিং নয়, দলের বোলিং বিভাগকেও শক্তিশালী মানেন ব্রাভো,‘আমাদের বোলিং আক্রমণের নেতা কটলের। গতির জন্য রয়েছে থমাস। রাসেল নিজে আছে। বোলিংয়ে আমিও হাত ঘুরাতে পারি। উইলিয়ামসও আছে। সবকিছু বিবেচনাতেই আমাদের দলটি আগের থেকে শক্তিশালী।’

নতুন অধিনায়ক পোলার্ডকেও নিয়েও আশাবাদী ব্রাভো। তাঁর ভাষ্য,‘ও জিততে ভালোভাসে। এটা সবচেয়ে ভালো দিক। জেতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ বলেই মাঠে হার না মানা মনোবল নিয়ে নামতে পারে। ড্রেসিংরুমের ক্রিকেটাররা পোলার্ডকে শ্রদ্ধা করে। এখন আমাদের লক্ষ্য র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া। আমরা তলানিতে আছি।

সবাই মিলে কাজটা করতে হবে।’


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়