ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’

করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’ শিরোনামে মাঠে নামল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

রোববার  (১৭ মে) রাজধানীর ৬০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে কোয়াব। সেই সাথে ক্রিকেটসংশ্লিষ্ট যারা অসহায় আছে তাদেরকে এককালিন আর্থিক সহায়তা দিয়েছে সংস্থাটি। রোববার দুপুরে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে কোয়াব। এ সময়ে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও  কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দূর্জয় ও বিসিবি পরিচালক ও কোয়াবের সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন।

সংস্থাটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানিয়েছেন, দেশের সংকট মুহূর্তে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কোয়াব দেশের বর্তমান, সাবেক ক্রিকেটার, সংগঠকদের আর্থিক তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছিল। সেই তহবিল থেকেই আজ ৬০০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে কোয়াব। স্বাস্থ্যবিধি মেনে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছে সংস্থাটি।

এছাড়া ক্রীড়াসংশ্লিষ্ট ৩৯৬ জনের মাঝে ১৭ লাখ ৩ হাজার টাকা আর্থিক সহায়তা করেছে কোয়াব। এর মধ্যে রয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্সম্যান, নেট বোলার ও টিম বয়। মোবাইল ব্যাকিং রকেটের মাধ্যমে আর্থিক সাহায্য পাঠিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবব্রত পাল। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে কোয়াব দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে একটি তহবিল গঠন করেছে। করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের সহায়তায় জাতীয় দলের ২৭ ক্রিকেটার তাদের এপ্রিল মাসের বেতনের অর্ধেক টাকা অনুদান করেছেন। ট্যাক্স কাটার পর মোট ২৬ লাখ টাকা জমা হয়েছে। এরপর বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণির ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। জানা গেছে, সেখানেও প্রায় ১০ লাখ টাকা জমা হয়েছে। সিনিয়রদের দেখানো পথে এগিয়ে গিয়েছেন জুনিয়ররাও।  বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আড়াই লক্ষ টাকা কোয়াবের তহবিলে প্রদান করেছে। সকলে মিলে হাসি ফুটিয়েছে সাধারণ মানুষের।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়