ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

একে অপরের পছন্দের ইনিংস জানালেন মাশরাফি, মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
একে অপরের পছন্দের ইনিংস জানালেন মাশরাফি, মুশফিকরা

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডব গত ১২-১৩ বছর একসাথে জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। সে পাঁচজনের চারজন শনিবার রাতে তামিম ইকবালের লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন।

সাকিব আল হাসান ব্যক্তিগত কারণে না থাকতে পারলেও তামিমের সঙ্গী হয়েছেন মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ। সেই আড্ডার এক পর্যায়ে তামিম বাকী তিন ক্রিকেটারের কাছে জানতে চান, প্রতিজন ক্রিকেটারের চোখে অপর দুইজনের সেরা ব্যাটিং ইনিংস বা সেরা বোলিং স্পেল কোনটি? প্রত্যেকেই সময় নিয়ে নিজেদের সেরা পছন্দ বেছে নিয়েছেন। বাকিটা শুনুন তাদের মুখ থেকে।

মাশরাফির ব্যাটিং-বোলিং নিয়ে মুশফিক ও মাহমুদউল্লাহ

মুশফিক বলেছেন,‘মাশরাফি ভাই কেনিয়ার বিপক্ষে এক ম্যাচে ৬ উইকেট (৬/২৬) পেয়েছিলেন, সেটা আমার কাছে সেরা। মাশরাফি ভাই ও রাজ ভাই (আব্দুর রাজ্জাক) মিলে তখন এক ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন (মাশরাফি অপরাজিত ৪৩ ও রাজ্জাক অপরাজিত ১৪ রান করেন)। আমার কাছে ওইটাই উনার সেরা ব্যাটিং ইনিংস। এছাড়াও ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ ও ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এক স্পেল করেছেন তিনি। ওটাই আমার খুব পছন্দের।’

মাহমুদউল্লাহ বলেছেন,‘২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জেতা ম্যাচে মাঝের ওভারে এসে মাশরাফি ভাই টানা দুই ওভারে দুই উইকেট নিয়েছেন, জো রুট আর অ্যালেক্স হেলসের। সে স্পেলটা আমার কাছে সেরা।’

মাহমুদউল্লাহর ব্যাটিং-বোলিং নিয়ে  মুশফিক ও মাশরাফি

মুশফিক বলেছেন, ‘বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি ম্যাচটা অসাধারণ। তবে রিয়াদ ভাইয়ের চ্যাম্পিয়নস ট্রফির যে সেঞ্চুরি ছিল সেটাও আমার কাছে অবিশ্বাস্য ছিল। তবে বিশ্বকাপের ম্যাচে আমি মাঠে ছিলাম, তাই ওইটাই বেশি সেরা।’

মাশরাফি বলেছেন, ‘রিয়াদের ক্ষেত্রে বলবো, বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি (ইংল্যান্ডের বিপক্ষে)। আসলে বাংলাদেশ যে চাইলে জিততে পারে, জিতবে, এটা সে প্রমাণ করেছে। নিজেকে সে চিনতে পেরেছে। প্রমাণ করেছে চাপের মুখেও বাংলাদেশ ভালো খেলে।’

মুশফিকের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ ও মাশরাফি

মাহমুদউল্লাহ বলেছেন,’এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রান। ওই ম্যাচের আগে কোনো অনুশীলন তো করতেই পারেনি ব্যাথায়। এমনকি ব্যাটটাও তুলতে পারছিল না। এরপর এতগুলা পেইন কিলার খেয়ে...এমন ইনিংস। টুপি খোলা সালাম মুশি।’

মাশরাফি বলেছেন,‘মুশফিক সেঞ্চুরি অনেক করেছে, ভবিষ্যতে আরও করবে। তবে আমার কাছে তাঁর সেরা ইনিংস, ২০১৮ এর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানের ইনিংসটা। ১৬ রানে দলের ৩ উইকেট পড়ে যাওয়ার পর, সাকিব-তামিম না থেকে সত্ত্বেও প্রভাব রেখে ৯৯ রান করা। রানের গতি সচল রাখা। যদি সে ম্যাচে শেষের দিকে মিথুন বা মুশি থাকতো তাহলে হয়ত আরও অনেক রান হতো।’

সবশেষে তামিম ইকবালও নিজের পছন্দ জানান। তামিম বলেছেন,‘মাশরাফি ভাইয়ের ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই স্পেল। আমার কাছে মনে হচ্ছিল, আপনি এখানে আসছেন জেতার জন্য। আর মুশফিকের এশিয়া কাপের ১৪৪ রানের ইনিংসটা অবিশ্বাস্য। রিয়াদ ভাইয়ের নিদাহাস ট্রফির সেই ইনিংস (শ্রীলঙ্কার বিপক্ষে)। বাংলাদেশের কেউ এত চাপ নিয়ে এর আগে এত বাজে পজিশন থেকে ম্যাচ জেতায়নি। যা আপনি করেছেন সেদিন। খেলার মাঝে ব্রেক পড়ার পরেও শান্ত থেকে যা করেছেন।’

 

ঢাকা/কামরুল/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়