ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৮, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দেব এবার।

আপনি জানেন কি, ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশিবার গোল্ডেন ডাক (প্রথম বলেই শূন্য রানে আউট) মারা ব্যাটসম্যান কে?

শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন এই লজ্জার রেকর্ডের অধিকারী। সর্বোচ্চ বার শূন্য রানে আউট হওয়ার তালিকায় ৩৩ বার ডাক মেরে চতুর্থ স্থানে আছেন মুরালি। এরমধ্যে ১৪ বারই প্রথম বলে আউট হয়ে ফেরেন তিনি। এর মধ্যে ৪ টেস্টে জোড়া শূন্য দেখেছেন মুরালি।

দ্বিতীয় সর্বোচ্চ গোল্ডেন ডাক মেরেছেন মুরালির সতীর্থ রঙ্গণা হেরাথ। লঙ্কান এই বাঁহাতি স্পিনার ক্যারিয়ারের ২৩ ডাকের মধ্যে ১১টিতে আউট হয়ে ফিরেছেন প্রথম বলেই।

১০টি গোল্ডেন ডাক নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। ৪৩ বার শূন্য রানে ফেরা ওয়ালশের ৪ টেস্টে পেয়ারের (জোড়া শূন্য) নজিরও আছে।

ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ বার ডাক মারা নিউ জিল্যান্ডের ক্রিস মার্টিন গোল্ডেন ডাক মেরেছেন ৯ বার। এই কিউই মোট ৭ টেস্টে জোড়া শূন্য নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।

মার্টিনের পাশাপাশি ৯ বার করে মেরেছেন ইংল্যান্ডের স্টিভ হার্মিসন ও স্টুয়ার্ট ব্রড।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়