ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০২, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রিকেট রেকর্ড থেকে

মাঞ্জারুল ইসলাম রানার ব্যবহৃত টেস্ট ক্যাপ

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটারদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রয়াত ক্রিকেটার কে? বাংলাদেশের মাঞ্জারুল ইসলাম রানা। ২০০৪ সালে বাংলাদেশের ৩৫তম টেস্ট ক্যাপ পান বাঁহাতি স্পিন অলরাউন্ডার। মাত্র ৬টি টেস্ট খেলেছেন। এরপর দল থেকে বাদ পড়েন। আর ফেরা হয়নি জাতীয় দলে। ফিরবেন কি করে? সৃষ্টিকর্তার ডাকে পারি দিয়েছেন ওপারে।

১৯৮৪ সালের ৪ মে খুলনায় জন্মগ্রহণ করেন রানা। ২০০৭ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন এ ক্রিকেটার। মাত্র ২২ বছর ৩১৬ দিনে নিভে যায় জীবনের প্রদীপ। ৬ টেস্টে ১১ ইনিংসে বাঁহাতি এ ব্যাটসম্যান রান করেছেন ৬৯। উইকেট নিয়েছেন ৫টি। 

খুলনার স্থানীয় এক ম্যাচ শেষে বিখ্যাত আব্বাস হোটেলের চুঁই ঝাল খেতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত হন খুলনার এ ক্রিকেটার। সাথে ছিলেন আরেক ক্রিকেটার বন্ধু সাজ্জাদুল ইসলাম সেতু। ওই দূর্ঘটনায় রানা বনে গেলেন সর্বকনিষ্ঠ প্রয়াত টেস্ট ক্রিকেটার। এমন রেকর্ড, যা নিজের করে নিতে হয়তবা কেউ চাইবে না  কখনোই। 

রানার পর সর্বকনিষ্ঠ প্রয়াত ক্রিকেটাররা হলেন, অস্ট্রেলিয়ার আর্চি জ্যাকসন (২৩ বছর ১৬৪ দিন),  ইংল্যান্ডের বেন হ্যালোয়েকি (২৪ বছর ১৩২ দিন), ওয়েস্ট ইন্ডিজের ক্রিল ক্রিস্টিয়ানি (২৪ বছর ১৫৮ দিন) ও ত্রেভর মাদোন্দো (২৪ বছর ২০১ দিন)।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়