ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৬, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডই একমাত্র দল যারা হাজারের বেশি টেস্ট ম্যাচ খেলেছে। ক্রিকেটের জনক ইংল্যান্ড ১০২২ টেস্ট ম্যাচ খেলেছে। স্বীকৃত প্রথম টেস্ট ম্যাচই খেলেছিল তারা। ১৮৭৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলে। জয় দিয়ে টেস্ট অঙ্গনে পা রাখে অসিরা।

তবে টেস্ট ম্যাচ সংখ্যায় অস্ট্রেলিয়া এখন অনেক পিছিয়ে। সাদা পোশাকে অস্ট্রেলিয়া ৮৩০ ম্যাচ খেলেছে। ম্যাচ সংখ্যা কম থাকলেও জয়ের পরিসংখ্যানে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া ৮৩০ ম্যাচে জিতেছে ৩৯৩ ম্যাচে। হেরেছে ২২৪ ম্যাচ। ড্র করেছে ২১১ ম্যাচ।

ইংল্যান্ড ১০২২ ম্যাচে ৩৭১টিতে জয়ের স্বাদ পেয়েছে। হেরেছে ৩০৪ ম্যাচ। ড্র করেছে ৩৪৭টি। জয়ের পরিসংখ্যানে তিনে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়রা ৫৪৫ ম্যাচে ১৭৪ ম্যাচে জিতেছে। দক্ষিণ আফ্রিকা ৪৩৯ ম্যাচে ১৬৫টিতে জিতেছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ভারত। ৫৪২ ম্যাচে ভারত জিতেছে ১৫৭ ম্যাচে। পাকিস্তানের ৪২৮ ম্যাচে জয় ১৩৮টিতে। শ্রীলঙ্কা ২৮৯ ম্যাচে ৯২ এবং বাংলাদেশ ১১৯ ম্যাচে ১৪টিতে জয়ের মুখ দেখেছে।

এছাড়া নিউজিল্যান্ড ৪৪২ ম্যাচে ১০১টি, জিম্বাবুয়ে ১১০ ম্যাচে ১২টি এবং আফগানিস্তান চার ম্যাচে দুইটিতে জয় পেয়েছে। আয়ার‌ল্যান্ড তিন ম্যাচ খেললেও এখনও জয়ের স্বাদ পায়নি।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়