ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আমি ক্রিকেটে আজ পর্যন্ত যা করেছি, সব নিজে শিখে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘আমি ক্রিকেটে আজ পর্যন্ত যা করেছি, সব নিজে শিখে’

আইপিএলে আলো ছড়িয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ভারতীয় গতিতারকা জাসপ্রিত বুমরাহ। আর তারপর থেকে কেবল ছুটে চলা ভিন্নধর্মী অ্যাকশনের এই ডানহাতি পেসারের। হয়েছেন অধিনায়কের নির্ভরতার প্রতীক। পেয়েছেন ভারতের সেরা বোলারের তকমা। এমনকি টেস্ট এবং ওয়ানডেতে বিশ্বের শীর্ষে উঠেছেন এই অল্প সময়ের মধ্যে।

সম্প্রতি কিংবদন্তি ক্যারিবিয়ান ইয়ান বিশপ ও দক্ষিণ আফ্রিকান গ্রেট শন পোলকের সঙ্গে আইসিসির এক সাক্ষাৎকারে নিজের ক্রিকেট সম্বন্ধে কথা বলেন বুমরাহ। যেখানে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার তাঁর অদ্ভুত ধরনের বোলিং অ্যাকশন, অল্প রান আপ সম্বন্ধে বিস্তারিত জানান।

নিজের ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে বুমরাহ বলেন, ‘আমি কখনোই কারো কাছ থেকে তেমন শিক্ষা পাইনি। কোনো পেশাদার কোচিং বা কোনো পেশাদার ক্যাম্পেও যাইনি। আমি ক্রিকেটে আজ পর্যন্ত ক্রিকেটে যা করেছি, সব নিজে শিখেছি।’

ক্রিকেট মহলে বুমরাহের অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে ব্যাপক কথা চর্চিত হয়। কিভাবে এমন বোলিং অ্যাকশনে অভ্যস্ত হয়েছেন। সেটি জানিয়ে বুমরাহ বলেন, ‘আমি জানি না আমার এই অদ্ভুত বোলিং অ্যাকশন কিভাবে দাঁড়িয়ে গেছে। এর পেছনে সত্যি যথার্থ কোনো কারণ নেই। সবকিছু আমি হয়ত ভিডিও দেখে বা টেলিভিশন থেকে দেখে শিখেছি। তবে অনেকে আমার এটা বদলাতে বলেছে। আমি সে কথা কানে তুলিনি। বরং এটাতে কাজ করে আরও উন্নতি করে যাচ্ছি।

বিশ্বের সবচেয়ে গতিময় বোলারদের কথা মাথায় আসলে তাদের বিশাল রান আপও ভেসে ওঠে ক্রিকেটানুরাগীদের চোখে। কিন্তু এই ক্ষেত্রে একদম ব্যতিক্রম বুমরাহ। বোলিং রান-আপ ছোট, কিন্তু বলের গতি প্রচন্ড। ৮-৯ কদম দৌড়েই গতি দেড়শ কিলোমিটারের আশেপাশে রাখেন নিয়মিত।

কিভাবে সেটা সম্ভব? আর কেনই বা এত ছোট রান আপ? এমন প্রশ্নের উত্তরে বুমরাহ বলেন, ‘আমি বাড়ির আঙিনায় খেলে বেড়ে উঠেছি। আমার রান-আপ এত ছোট, কারণ আমাদের আঙিনায় খুব বেশি জায়গা ছিল না। যে রান-আপ দেখছেন, এইটুকুই সর্বোচ্চ নিতে পারতাম তখন। হয়তো সে কারণেই এই রান-আপে অভ্যস্ত হয়ে গেছি।’

বড় রান আপ নেওয়ার চেষ্টা করেছেন বটে তবে বোলিংয়ে উন্নতি না হওয়াতে, সরে এসেছেন সেই পথ থেকে। এ নিয়ে বুমরাহ বলেন, ‘বড় রান-আপে বোলিং করার চেষ্টা অবশ্য করেছি। কিন্তু দেখলাম, গতি বাড়ছে না, কিছুই বদলাচ্ছে না। তাহলে কেন অযথা কষ্ট করে বড় রান-আপ নেব!’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়