ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্রিকেটের রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৭, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রিকেটের রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, এক বর্ষ পঞ্জিকায় টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন কোন ব্যাটসম্যান? পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ এ রেকর্ডটি গড়েছিলেন।

২০০৬ সালে মোহাম্মদ ইউসুফ ১৭৮৮ রান করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বর্ষ পঞ্জিকায় এতো বেশি রান অন্য কোনও ব্যাটসম্যান করতে পারেননি। ডানহাতি এ ব্যাটসম্যান ৯৯.৩৩ গড়ে রান করেছেন। ১১ টেস্টে ১৯ ইনিংসে এ রান করেছেন ইউসুফ। সর্বোচ্চ রান ২০২।

৯ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরি পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান। অবাক করার বিষয় হচ্ছে, সেই বছর একটি ডাকও মেরেছিলেন পাকিস্তানের এ কিংবদন্তি। করাচিতে ভারতীয় পেসার মোহাম্মদ ইরফান পাঠান যেই ম্যাচের প্রথম ওভারে হ্যাটট্রিক পেয়েছিলেন সেই ইনিংসেই ডাক মেরেছিলেন ইউসুফ। প্রথম ইনিংসের ডাকের পর দ্বিতীয় ইনিংসে ৯৭ রান করেছিলেন এ ব্যাটসম্যান।

ইউসুফের পর তালিকার শীর্ষ পাঁচে আছেন স্যার ভিভিয়ান রিচার্ডস (১৭১০ রান, ১৯৭৬ সাল), গ্রায়েম স্মিথ (১৬৫৬ রান, ২০০৮ সাল), মাইকেল ক্লার্ক (১৫৯৫ রান, ২০১২ সাল) ও শচীন টেন্ডুলকার (১৫৬২ রান, ২০১০ সাল)।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়