ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রিকেটের রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৫, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রিকেটের রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার। আপনি জানেন কি, এক বর্ষ পঞ্জিকায় টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কোন বোলার? অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন এ রেকর্ডটি গড়েছিলেন।

২০০৫ সালে ১৫ টেস্টে ৯৬ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। ২২.০২ গড়ে, ২.৯২ ইকোনমি রেটে এ রেকর্ড গড়েন অসি কিংবদন্তি। ৫ উইকেট পেয়েছেন ছয়বার। ম্যাচে ১০ উইকেটের বেশি পেয়েছেন দুইবার। অস্ট্রেলিয়া ওই বছর ইংল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে অ্যাশেজ হেরেছিল। তবে শেন ওয়ার্নের পারফরম্যান্স ছিল নজরকাড়া। পাঁচ টেস্টে পেয়েছিলেন ৪০ উইকেট। শেন ওয়ার্নের বছর শুরু হয়েছিল ৫ উইকেট নিয়ে, পাকিস্তানের বিপক্ষে।

এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে শিকার ১৭ উইকেট। সেই বছর ওয়ার্ন সিডনিতে আইসিসি একাদশের বিপক্ষে খেলেছিলেন। ওই ম্যাচেও তার শিকার ছিল ৬ উইকেট। বছরের শুরুর মতো শেষটাও ছিল রাজসিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে নিয়েছিলেন ১২ উইকেট। মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টে পেয়েছেন ১৬ উইকেট।

শেন ওয়ার্নের পর তালিকার শীর্ষ পাঁচে আছেন মুত্তিয়া মুরালিধরন (৯০ উইকেট, ২০০৬ সাল), ডেনিস লিলি (৮৫ উইকেট, ১৯৮১ সাল), অ্যালন ডোনাল্ড (৮০ উইকেট, ১৯৯৮ সাল) ও মুত্তিয়া মুরালিধরন (৮০ উইকেট, ২০০১ সাল)।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়