ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনায় টটেনহ্যামের ১ জনসহ ইপিএলে মোট ৯ জন আক্রান্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় টটেনহ্যামের ১ জনসহ ইপিএলে মোট ৯ জন আক্রান্ত

যতই সময় ঘনিয়ে আসছে ততই যেন বিপাক বাড়ছে ইংলিশ প্রিমিয়ার লিগে(ইপিএল)। তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২০ জুন থেকে শুরু হওয়ার কথা ইপিএলে। এই লক্ষ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে লিভারপুল, চেলসি, লেস্টার সিটি থেকে শুরু করে সব ক্লাবগুলো।

আর ঠিক এমন সময় খবর আসলো প্রিমিয়ার লিগে সর্বশেষ করোনা টেস্টে পজেটিভ এসেছে ৯ জনের। বুধবার ১২২০ জনের করোনা টেস্ট করা হয়। তাদের মধ্য থেকে ৯ জনের করোনা ধরা পড়ে। এর মধ্যে টটেনহ্যাম হটস্পারের একজন ফুটবলারও রয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের আয়োজক কমিটি থেকে জানানো হয়েছে, ‘সর্বশেষ করোনা টেস্টের জন্য ৩০ মে থেকে কার্যক্রম চালু হয়। যা শেষ হয় ১ জুনে। এ সময়ের মধ্যে ১০৯৪ জন ফুটবলার ও ১২৬ জন কোচিং স্টাফের করোনা টেস্ট করা হয়। যেখানে মোট ৬ টি ক্লাবের ৯ জনের করোনা ধরা পড়েছে।’

তবে আক্রান্ত সবাইকে ইতিমধ্যে আইসোলেটেড করা হয়েছে। এবং তাদের সেবা শুশ্রুষা শুরু হয়েছে বলে জানিয়েছে প্রিমিয়ার লিগ আয়োজক কমিটি। তারা জানিয়েছে, ‘ইতিমধ্যে যেসব ক্লাবের খেলোয়াড় ও স্টাফদের করোনা পজেটিভ এসেছে। তাদের আইসোলেটেড করা হয়েছে। আর ইপিএল কর্তৃপক্ষের দেওয়া নিয়মানুযায়ী তাদের সেবা চলছে। পরবর্তী পরীক্ষায় তাদের নেগেটিভ হলে আবার অনুশীলনে ফিরতে পারবে তারা।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়