ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইপিএলের সূচি প্রকাশ, ২১ জুন মাঠে নামছে লিভারপুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইপিএলের সূচি প্রকাশ, ২১ জুন মাঠে নামছে লিভারপুল

আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, এই তথ্য ফুটবল ভক্তরা জেনেছেন বেশ আগে। এবার পছন্দের দল লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড কবে মাঠে নামবে সে সূচিও দিলো আয়োজক কমিটি। নিজেদের ওয়েবসাইটে আজ (শুক্রবার) ২৯তম রাউন্ডের বাকি দুই ম্যাচসহ মোট তিন রাউন্ডের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

১৭ জুন প্রথম দিন শেফিল্ড ইউনাইটেড-অ্যাস্টন ভিলা ম্যাচ দিয়ে আবার মাঠে গড়াবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি। একই দিন মাঠে নামবে লিগে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটি, তাদের প্রতিপক্ষে আর্সেনাল। ২৯তম রাউন্ডের এই দুইটি ম্যাচই বাকি রয়েছে।

এদিকে চলতি মৌসুমে শিরোপা দৌড়ে সবাইকে পেছনে ফেলে একচেটিয়াভাবে এগিয়ে আছে লিভারপুল। দ্বিতীয় অবস্থানে থাকা লিভারপুলের চেয়ে এগিয়ে ২৫ পয়েন্ট ব্যবধানে। সামনের ৩ রাউন্ডের দুটিতেই জিতলে ৩০ বছরের লিগ শিরোপা খরা কাটাতে পারবে ইয়ুর্গেন ক্লপের দলটি। সে লক্ষ্যে আগামী ২১ জুন এভারটনের বিপক্ষে আবার মাঠে নামবে লিভারপুল।

লিগে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ২৭ জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৮২। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৭। ম্যানসিটি যদি আবার শুরু হওয়া লিগের প্রথম দিনেই আর্সেনালের বিপক্ষে হেরে যায়, তবে এভারটনের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হওয়ার সুযোগ থাকবে লিভারপুলের সামনে।

এদিকে তালিকায় পঞ্চম স্থানে থাকা ওলে গানার সুলশারের ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ জুন শুক্রবার মাঠে নামবে হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। যারা তালিকায় অষ্টম স্থানে আছে।

করোনা সঙ্কট কাটিয়ে নতুন করে শুরু হওয়া প্রতি ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়াম। এদিকে গতকালই ইপিএল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, লিগের বাকি ম্যাচগুলোয় প্রতিটি দল পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পাবে।



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়