ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘করোনা পজেটিভ হওয়ার পর সতর্ক হয়ে লাভ নেই’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘করোনা পজেটিভ হওয়ার পর সতর্ক হয়ে লাভ নেই’

গত ২৪ মে পাকিস্তানের দ্বিতীয় ও বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাঁহাতি ওপেনার তৌফিক ওমর। দুই সপ্তাহ আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পর করোনা থেকে মুক্ত হয়েছেন এই ক্রিকেটার। নিজের সুস্থতার খবর নিজেই জানালেন তৌফিক। এছাড়াও সবাইকে করোনাভাইরাস গুরুত্বের সাথে নিতে অনুরোধ করেছেন এই বাঁহাতি ওপেনার।

৩৮ বছর বয়সী তৌফিক ওমর শুক্রবার (৫ জুন) এক বিবৃতিতে নিজের সুস্থতার বিষয়ে জানান, ‘আমি আমাকে টানা দুই সপ্তাহের জন্য পরিবারের ছোট-বড় সবার কাছ থেকে আলাদা করে রেখেছি। আমি সবাইকে বলবো, করোনা পজেটিভ হওয়ার পর সতর্ক হয়ে লাভ নেই। আপনাকে এখনই নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।’

পাকিস্তান জাতীয় দলের হয়ে ৪৪ টেস্ট ও ২২ ওয়ানডে খেলা তৌফিক সবাইকে অনুরোধ জানিয়ে আরো বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো নিজের যত্ন ভালো করে নেওয়ার জন্য। আর কোভিড-১৯ কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য। সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি সবার অবশ্যই মেনে চলা উচিত।’

পাকিস্তানে ইতিমধ্যে দুইজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। একজন হলেন লেগস্পিনার রিয়াজ শেখ ও জাফর সরফরাজ। তবে দুইজনেই ঘরোয়া ক্রিকেটার ছিলেন।



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়