ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৩, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দেব এবার। আপনি জানেন কি, টি-টোয়েন্টি ক্রিকেটে কোন বাংলাদেশি ব্যাটসম্যান ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন? তামিম ইকবাল এ রেকর্ড নিজের কাছে রেখেছেন।

২০১৬ টি-টোয়ন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিম অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। ধর্মশালায় ১০ চার ও ৫ ছক্কায় তামিম সেদিন তিন অঙ্কের ছোঁয়া পেয়েছেন। প্রথম ও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তামিম সেঞ্চুরি পেয়েছিলেন। চার বছর হয়ে গেলেও তামিমের রেকর্ড ভাঙতে পারেনি কোনও ব্যাটসম্যান।

দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটিও এসেছে তামিমের ব্যাট থেকে। ২০১২ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ৮৮ রান করেছিলেন। এরপর আছে সাকিবের ৮৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লাকেল্লেতে পাকিস্তানের বিপক্ষে সাকিব ওই ইনিংসটি খেলেছিলেন। শীর্ষ পাঁচে পরের দুইটিতে আছেন তামিম (৮৩) ও নাজিমউদ্দীন (৮১)।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়