ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আইপিএলে ‘কালু’ ডাকা হতো স্যামিকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৪, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আইপিএলে ‘কালু’ ডাকা হতো স্যামিকে

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে ক্রীড়াঙ্গনকেও। ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক ড্যারেন স্যামি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন প্রতিবাদ।

এবার অভিযোগ করেছেন তিনি নিজেও বর্ণবাদের শিকার হয়েছেন। সেটাও বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্জাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। স্যামি জানিয়েছেন, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় তাকে ‘কালু’ নামে ডাকা হতো!

ইনস্টাগ্রাম স্টোরিতে স্যামি বলেন,‘আমি সম্প্রতি জানতে পেরেছে ‘‘কালু’’ শব্দের অর্থ। সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় আমাকে ও পেরেরাকে (থিসারা পেরেরা, শ্রীলঙ্কান ক্রিকেটার) কালু নামে ডাকা হতো। আমি প্রথমে ভেবেছিলাম এর অর্থ শক্তিশালী ঘোড়া। কিন্তু আমার পূর্বের পোস্ট বলে দিচ্ছে আমি কতটা রেগে আছি।’

এর আগে স্যামির সতীর্থ ক্রিস গেইলও অভিযোগ করেছেন তিনি নিজেও বর্ণবাদের শিকার হয়েছেন। বিশেষ করে নিজ দলের ড্রেসিংরুমেই বর্ণবাদের শিকার হতে হয়েছে তাকে। এছাড়া টুইট করে স্যামি আরও অভিযোগ করেন, ‘আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডরা কি দেখতে পাচ্ছে না, আমার মতো মানুষদের সঙ্গে কি হচ্ছে? আমার মতো মানুষদের বিরুদ্ধে হওয়া সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না আপনারা? এটা শুধু আমেরিকার বিষয় নয়, এটা প্রতিদিন হয়। কালো বর্ণধারীদের জীবনও মূল্যবান।’

সবাইকে বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার আহবান জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাবেক অধিনায়ক বলেন, ‘এখন চুপ থাকার সময় নয়। আমি আপনাদের শুনতে চাই, আওয়াজ তুলুন। দীর্ঘদিন ধরেই কালো বর্ণের মানুষেরা এসব সহ্য করছে। আমি এখন সেইন্ট লুসিয়াতে আছি এবং আমি খুবই হতাশ হবো যদি আপনারা আমাকে সতীর্থ হিসেবে দেখেন কিন্তু জর্জ ফ্লয়েডের ঘটনায় চুপ থাকেন। আপনি কি সমর্থন প্রকাশ করে পরিবর্তনের অংশ হবেন?’



ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়