ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘স্টোকস নয় অধিনায়ক হিসেবে বাটলার আমার পছন্দ’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘স্টোকস নয় অধিনায়ক হিসেবে বাটলার আমার পছন্দ’

৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে চলতি গ্রীষ্মের ক্রিকেট মৌসুম শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। প্রায় চার মাস পর ক্রিকেটে ফিরলেও ঘরের মাঠে প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক জো রুটকে পাবে না ইংল্যান্ড। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সাউদাম্পটন টেস্ট খেলবেন না রুট।

তাঁর বদলে বেন স্টোকস দায়িত্ব সামলাতে পারেন। স্বয়ং রুটই এমন দাবি করে বসেন। সাবেক অনেক ইংলিশ ক্রিকেটার বিষয়টাকে সমর্থন করলেও ডেভিড গাওয়ারের পর কেভিন পিটারসেন দাঁড়িয়েছেন এর বিরুদ্ধে। সাবেক এই ইংলিশ অধিনায়কের চোখে নেতৃত্বের গুরুদায়িত্ব স্টোকস নয় বরং জস বাটলারকে দিলে বেশি ভালো হয়। মূলত স্টোকসের পারফরম্যান্সের পুরোটা পাওয়ার আশায় এমন মত পিটারসেনের।

টকস্পোর্টসে দেওয়া এক সাক্ষাতকারে পিটারসেন অধিনায়কত্বের বিষয়ে বলেন, ‘বেন স্টোকস বর্তমানে যেমন এবং যে ধরনের খেলোয়াড় আছে, আমি কি তা বদলে যেতে দেখতে চাই? সম্ভবত না। তাই আমার চোখে দলের অধিনায়কত্ব এখন বাটলারকে দেওয়া উচিত।’

জাতীয় দলের জার্সিতে পিটারসেন ৩ ম্যাচের জন্য ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক ছিলেন। কিন্তু অধিনায়কত্বরে চাপ একদমই উপভোগ করেননি এই ক্রিকেটার। তিনি মনে করছেন স্টোকসের ক্ষেত্রেও এমনটাই ঘটতে পারে।

তিনি বলেন, ‘মাঠের ক্রিকেটে বিনোদন দানকারী এবং দলের প্রধান আলোকবর্তিকা হয়ে ওঠা খেলোয়াড় কিছু কিছু সময় সেরা অধিনায়ক হতে পারে না। বরং বাড়তি চাপে পারফরম্যান্সে ভুগতে থাকে।’

মূলত, খেলোয়াড় থেকে অধিনায়ক হয়ে উঠলে আশেপাশের সব বদলে যায় জানিয়ে পিটারসেন আরও যোগ করেন, ‘অধিনায়কত্বের জন্য নির্বাচিত হয়ে গেলে অনেক কিছুই বদলে যায়। দায়িত্ববোধের জায়গা, যোগাযোগের ক্ষেত্র কিংবা ওই খেলোয়াড়ের জন্য ড্রেসিং রুমের আবহও বদলে যায়।’

আর এক্ষেত্রে নিজেকে সম্পূর্ণ ব্যর্থ দাবি করে পিটারসেন আরও যোগ করেন, ‘আমি ওই সময় সংগ্রাম করেছি। আমি চরমভাবে ব্যর্থ হয়েছি। আমি অধিনায়কত্ব করাকে খুব ঘৃণা করি।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়