ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মা হারালেন গাজী আশরাফ হোসেন লিপু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মা হারালেন গাজী আশরাফ হোসেন লিপু

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুর মা মিনা হোসেন আর নেই।

৮৬ বছর বয়সে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। কয়েক বছর যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মিনা হোসেন।

তার মৃত‌্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোক বার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন,‘বিসিবির পক্ষে আমি মরহুম মিনা হোসেনের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমরা সর্বশক্তিমানের কাছে তাঁর আত্মার মুক্তির জন্য প্রার্থনা করি।’

জাতীয় দলের হয়ে গাজী আশরাফ হোসেন লিপু সাতটি ওয়ানডে খেলেছেন। ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক।

এছাড়া শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড,  ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ‌্যাসোসিয়েসন (বিএসজেএ)।



ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়