ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইসিসির কাছে ভারতীয় ভিসার নিশ্চয়তা চায় পিসিবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আইসিসির কাছে ভারতীয় ভিসার নিশ্চয়তা চায় পিসিবি

আন্তর্জাতিক ক্রীড়া সূচি অনুযায়ী চলতি বছর শেষে তিন বছরের মধ্যে দুটি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে ভারতে। এখনও পর্যন্ত নির্ধারিত সূচিতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। ভারতের জন্য এটা সুখের বিষয় হলেও পাকিস্তানের জন্য বিষয়টি গলার কাঁটার মতো।

চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দুই দেশের মধ্যকার রাজনৈতিক বৈরিতা বেশ ভালোভাবেই বিদ্যমান। আর এইজন্য দীর্ঘ আট বছরের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই ক্রিকেট পরাশক্তি। এমনকি পাকিস্তানের অন্যান্য খেলার খেলোয়াড়দের ভারতে প্রবেশে বাধাও দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আর এইজন্য ভারতের মাটিতে গিয়ে কোন টুর্নামেন্টে অংশ নেয়া পাকিস্তানের জন্য সহজ হবে না। আর এই সমস্যা থেকে পরিত্রানের জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির শরণাপন্ন হয়েছে  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত সরকার যেন পাকিস্তানি খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের অন্যান্যদের ভিসা এবং অন্যান্য কাজে কোন সমস্যা সৃষ্টি না করে, যেই বিষয়ে আইসিসির কাছে নিশ্চয়তা চেয়েছে পিসিবি।

দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান ইউটিউব চ্যানেল ক্রিকেট বাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২০২১ ও ২০২৩ সালের বিশ্বকাপ ভারতে হবে। এ বিষয়েও আমাদের তৎপরতা রয়েছে। আমরা এরই মধ্যে আইসিসির কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছি যে তারা যেন বিসিসিআইয়ের কাছ থেকে আমাদের জানায় যে ভিসা এবং অন্যান্য কোন জটিলতা হবে না।’

পিসিবির প্রধান নির্বাহী আরও যোগ করেন, ‘বিভিন্ন খেলার অনেক খেলোয়াড়কে সাম্প্রতিককালে ভারতীয় সরকার খেলতে যেতে বাধার সৃষ্টি করেছে। আর এই জন্যই আমাদের অগ্রীম নিশ্চয়তার বিষয়টি নিয়ে কথা বলা। তবে শেষ পর্যন্ত এটা আইসিসির ইভেন্ট, তারাই তাদের সদস্য দেশের অংশগ্রহণের বিষয় নিশ্চিতে পূর্ণ দায়িত্ব পালন করবে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়