ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাকিস্তানের ১৮ খেলোয়াড় ও ১১ স্টাফের করোনা পরীক্ষা সম্পন্ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাকিস্তানের ১৮ খেলোয়াড় ও ১১ স্টাফের করোনা পরীক্ষা সম্পন্ন

ফাইল ছবি

বৃহস্পতিবার পর্যন্ত পাকিস্তানের ১৮ ক্রিকেটার ও ১১ জন স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১০ ক্রিকেটার ও একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ জুন) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাঁচজন ব্যাক-আপ খেলোয়াড় ও একজন ব্যাক-আপ স্টাফের করোনা টেস্ট করিয়েছে।

যে পাঁচজনের করোনা টেস্ট করানো হয়েছে তারা হলেন বিলাল আসিফ, ইমরান বাট, মোহাম্মদ নাওয়াজ, মুসা খান, রোহাইল নাজির ও মোহাম্মদ ইমরান।

১২ জুন ২৯ সদস্যের দল ঘোষণার সময় বিলাল, ইমরান, নাওয়াজ ও মুসাকে সংরক্ষিত (রিজার্ভ) তালিকায় রাখা হয়েছিল। পরবর্তীতে এই তালিকায় যুক্ত করা হয় উইকেটরক্ষক রোহাইলকে।

যেসব খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন আগামীকাল শুক্রবার থেকে তাদের বিশ্রাম দেওয়া হবে। করোনার বিষয়ে পরবর্তী আপডেট শনিবার জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তথ্যসূত্র : ক্রিকেট ওয়ার্ল্ড

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়