ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দর্শকশূন্য মাঠে খেলার জন্য মনোবিদের কাছে ব্রড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দর্শকশূন্য মাঠে খেলার জন্য মনোবিদের কাছে ব্রড

করোনা সঙ্কট কাটিয়ে সামনের মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অন্যান্য খেলার মতো ক্রিকেটও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

ক্রিকেটারদের জন্য এই চিত্র সম্পূর্ণ ভিন্ন। আর ইতিমধ্যে এমন পরিস্থিতিতে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে মনোবিদের শরণাপন্ন হয়েছেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড।

টেস্ট ক্রিকেটের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি (৪৮৫) পেসার স্টুয়ার্ট ব্রড সাধারণত চাপের মুহূর্তে নিজের সেরাটা দিতে সমর্থ হোন। দর্শকদের উদ্দীপনা, উত্তেজনা তাঁর মধ্যে আলাদাভাবে কাজ করে। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আর তাই মনোবিদের কাছে গেছেন জানিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ব্রড বলেন,‘দর্শক ছাড়া ক্রিকেট খেলাটাকে অবশ্যই ভিন্ন কিছু মনে হবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট নিশ্চিতভাবেই হবে মানসিক পরীক্ষা। প্রতিটি ক্রিকেটারকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সেটি নিয়ে আমি খুবই সচেতন এবং এর মধ্যেই আমাদের ক্রীড়া মনোবিদের সঙ্গে কথা বলেছি যেন নিজের সেরাটা দেওয়ার মতো মানসিক অবস্থায় থাকতে পারি।’

নিজের মধ্যে টেস্ট মানসিকতা ফিরিয়ে আনার কাজ করছেন জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমাকে অ্যাশেজের কোনো ম্যাচ খেলতে বলুন আর কোনো প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে বলুন। আমি জানি কোন ম্যাচে আমি বেশি ভালো পারফর্ম করব। তাই টেস্ট ম্যাচের জন্য যে মানসিকতা থাকা উচিত, তা নিশ্চিত করতে হবে আমাকে এবং এটি নিয়ে আমি কাজ করছি।’

তবে দর্শকশূন্য মাঠে খেলাটা ব্রডের কাছে দুর্ভাবনার জানিয়ে এই ক্রিকেটার আরও বলেন, ‘আমার জন্য ব্যাপারটি দুর্ভাবনার, কারণ আমি জানি, ক্রিকেটার হিসেবে আমার সেরা পারফরম্যান্সটা আসে যখন চাপে থাকি, খেলায় যখন উত্তেজনা প্রবল থাকে। আর পার্থক্য গড়ে দেওয়ার প্রয়োজন হয়।’

তবে এত শত না ভেবে ক্রিকেটের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার দারুণ এক পরামর্শ দিয়েছেন ব্রডের মা। এ নিয়ে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘এখানে আসার আগে মা আমাকে বলেছেন, ‘১২ বছর বয়সে ফিরে যাও, যখন যে কোনো জায়গায় ক্রিকেট খেলতে চাইতে।’ সেই মানসিকতা ফিরে পাওয়ার চেষ্টা করছি। আসলে ১২ বছর বয়সে যে ব্যাপারটি ছিল, যে কোনো মূল্যে শুধু খেলতে চাইতাম।’

এদিকে ৮ জুলাই সাউদাম্পটনে প্রথম টেস্ট খেলতে নামার আগে তিন দিনের একটা অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর সে ম্যাচ থেকে সবদিক থেকে প্রস্তুতি সম্পন্ন করবেন জানিয়ে ব্রড বলেন, ‘মূলত ম্যাচের সময়ই অদ্ভূত লাগতে পারে দর্শক ছাড়া। এজন্য তিন দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের মন ও শরীরকে ম্যাচের মতো করে তৈরি করতে হবে, যেন ৮ জুলাই মাঠে নামার পর অস্বস্তি না থাকে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়