ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে চাকরি হারানোর শঙ্কায় ফিল সিমন্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে চাকরি হারানোর শঙ্কায় ফিল সিমন্স

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরকারিদের জন্য শুরু থেকে ‘বায়ো-সিকিউর’ পরিবেশ তৈরি করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড। যেখানে নিয়ম ছিল অনুশীলন ছাড়া কেউ বাইরে বেরুতে পারবে না। তবে এই নিয়ম ভেঙেছেন স্বয়ং ক্যারিবীয় কোচ ফিল সিমন্স।

শ্বশুরের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য ‘বায়ো-সিকিউর’ পরিবেশ থেকে সেখানে যোগ দিয়েছেন সিমন্স। ফিরে অবশ্য ১৪ দিনের কোয়ারেন্টাইনেও আছেন তিনি। তবে কোচের এমন দায়িত্বজ্ঞানহীন কাজ পছন্দ হয়নি ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক ও বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট কন্ডে রাইলের। তিনি অতিদ্রুত এই ক্যারিবিয়ান কোচকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এক ই-মেইল বার্তায় রাইলে লিখেছেন, ‘আমি মাত্র রেডিওতে শুনলাম, আমাদের হেড কোচ ফিল সিমন্স সম্প্রতি একটি অন্তেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন। যার জন্য তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যদি খবর সত্যি হয়, তবে আমি দ্রুত তাকে হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলব।’

এদিকে চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াডের ১৪ সদস্যের মধ্যে ৯ জনই বার্বাডোজের। এছাড়াও রিজার্ভ ১১ খেলোয়াড়ের চারজনও বার্বাডোজ থেকে এসেছেন। এদিকে করোনার ভয়ে বার্বাডোজের ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার ও কেমো পল নিজেদের নাম প্রত্যাহার করেছেন। ফলে করোনার এই সময়ে সিমন্সের এমন কাজের জন্য সফরে থাকা ক্রিকেটারদের পরিবারের তোপের শিকার হয়েছেন রাইলে। এমনটা জানিয়ে তিনি আরও যোগ করেন,

‘আমি বিসিএর সদস্য এবং এই মুহূর্তে উদ্বিগ্ন পিতা-মাতার তোপের মুখে পড়েছি। কোচের এমন আচরণ অবিবেচনাপ্রসূত এবং বেপরোয়া। এটা ইংল্যান্ডে ২৫ জন তরুণের জীবন এবং বলতে গেলে পুরো ম্যানেজমেন্ট টিমকেই ঝুঁকির মুখে ফেলে দিলো।’

এদিকে সিমন্সের এমন কাজে ইংলিশ গণমাধ্যমও সমালোচনার সুযোগ পেলো জানিয়ে দ্রুত কোচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি তুলে রাইলে আরও বলেন, ‘তাকে নিয়ে যা হলো, তাতে ইংলিশ গণমাধ্যমও লুফে নেবে। আমি বলব, তাঁর ব্যাপারে খুব দ্রুত যাতে সিদ্ধান্ত নেওয়া হয়।’

সিমন্স এর আগেও ওয়েস্ট ইন্ডিজের কোচিং পদ থেকে অপসারিত হয়েছেন। ২০১৬ সালে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর চার মাস পরেই চাকরি হারাতে হয় ফিল সিমন্সকে। পরবর্তীতে ২০১৯ সালের অক্টোবরে দ্বিতীয় দফায় ক্যারিবীয়দের হেড কোচের দায়িত্ব নেন তিনি।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়