ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চলে গেলেন বিসিবির স্কোরার আবুল হোসেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চলে গেলেন বিসিবির স্কোরার আবুল হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিস্টেড স্কোরার আবুল হোসেন আজ (বৃহস্পতিবার) ভোরে ইন্তেকাল করেছেন। হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াতে মাত্র ৪৪ বছর বয়সে পরপারে পাড়ি জমাতে হলো এই ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষকে।

গত ৩০ জুন (মঙ্গলবার) বুকে ব্যথা অনুভব করলে মিরপুরের হার্ট ফাউন্ডেশনে ভর্তি করানো হয় আবুল হোসেনকে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য সিসিইউতে রেখেছিলেন। আর সেখানেই আজ সকালে অবস্থার অবনতি ঘটলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্কোরার আবুল।

ক্রিকেটের প্রতি প্রবল আবেগ নিয়ে সেই ১৯৯৯ সালে স্কোরিংয়ের পেশায় যুক্ত হোন আবুল হোসেন। দুই দশকেরও বেশি সময় ধরে অসংখ্য ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের স্কোর করে আসছেন তিনি। বিসিবির লিস্টেড স্কোরার ছিলেন ক্রিকেট পাগল এই মানুষ।

মৃত্যুকালে আবুল হোসেন স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন। পরিবার নিয়ে মিরপুরেই বাস করতেন তিনি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম পাশের নুরানী মসজিদ প্রাঙ্গনে বাদ জোহর জানাযা শেষে তাকে মিরপুর এক নম্বরে দাফন করা হয়।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়