ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লিভারপুলকে হারিয়ে নিজেদের সেরা প্রমাণ করতে চায় ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লিভারপুলকে হারিয়ে নিজেদের সেরা প্রমাণ করতে চায় ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও সাত রাউন্ডের মতো বাকি। তবে ইতিমধ্যে সাত ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে লিভারপুল। আর এটি সম্ভব হয়েছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি নিয়মিত পয়েন্ট হারানোতে। ইতিমধ্যে আকাশি নীল জার্সিধারীদের থেকে ২৩ পয়েন্ট এগিয়ে অলরেডরা। ম্যানসিটির ব্যর্থতা এবং লিভারপুলের সফলতায় ১৯৯০ সালের পর প্রথমবারের মতো ইংলিশ ফুটবল লিগের শিরোপা জিতলো লিভারপুল। আর প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতলো লিভারপুল।

এদিকে শিরোপা হারালেও নিজেদের প্রমাণের একটা সুযোগ নিজেদের সামনে রয়েছে বলে মনে করছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওয়ালা। আজ রাত সোয়া ১টায় ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন লিভারপুলকে আতিথ্য দিবে ম্যানসিটি। এই ম্যাচের আগে লিভারপুলকে ‘গার্ড অফ অনার’ দিবে ম্যানসিটি। তবে এই ম্যাচ যদি জিততে পারে গার্দিওয়ালার শিষ্যরা তবে নিজেদের প্রমাণের জায়গা থাকবে জানিয়ে গার্দিওয়ালা বলেন,

‘লিভারপুলের বিপক্ষে এই ম্যাচে আমাদের নিজেদের প্রমাণ করার অনেক বড় একটি সুযোগ তৈরি হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই। আমরা তাদের বিপক্ষে জয় পেতে চাই।’

গার্দিওয়ালা আরও যোগ করেন, ‘খেলাধুলায় নিজেদের প্রমাণ করার জন্য যে কোনো সময়কে ব্যবহার করা যায়। আপনি যে কোনো সময় নিজেকে প্রমাণ করতে পারবেন।’

এই মুহূর্তে তাই অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে জানিয়ে স্প্যানিশ এই কোচ আরও বলেন, ‘আমরা নিজেরা কি করছি, সে সম্পর্কে আমরা পুরোপুরি সন্তুষ্ট। তবে, খেলোয়াড়দের জন্য কখনোই বিষয়টা যথেষ্ট নয়। অতীত অতীতই। সে সব ভুলে সামনে এগুনোই আমাদের কাজ। আমাদের আত্মা, স্মৃতি- এসবের মধ্যে হয়তো পুরনো বিষয়গুলো গেঁথে থাকবে। কিন্তু আমাদের সামনেই এগিয়ে যেতে হবে।’

ঘরের মাঠে অবশ্য বরাবরই দুর্বোধ্য ম্যানসিটি। পারবে কি কাঙ্খিত জয় তুলে নিতে? উত্তর জানা যাবে আজ রাতেই।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়