ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘ফাইনাল পাতানো’ অভিযোগ নিয়ে আইসিসির বিবৃতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ফাইনাল পাতানো’ অভিযোগ নিয়ে আইসিসির বিবৃতি

‘আমি আপনাদের বলছি, আমরা ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছি। আমি নিজে সে সময় ক্রীড়ামন্ত্রী ছিলাম। সেই আমি বিশ্বাস করি ওই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল।’- গত মাসের ১৮ জুন এমন অভিযোগ তোলেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে। আর এরপর থেকে এই বিষয় নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটে উত্তাল অবস্থার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দেশটিতে এমন অভিযোগের জন্য সরকারের পক্ষ থেকে তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে। তবে শুধু শ্রীলঙ্কা নয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডকেও এই বিষয়ে তদন্ত করতে অনুরোধ করেছে সাবেক লঙ্কান গ্রেট অরবিন্দ ডি সিলভা।

বিসিসিআই এই বিষয়ে এখনও নীরব ভূমিকা পালন করলেও নিজেদের জায়গা থেকে বিবৃতি দিয়েছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। সংস্থাটির সাধারণ সম্পাদক অ্যালেক্স মার্শাল এক বিবৃতিতে জানিয়েছে, এখনো পর্যন্ত এই অভিযোগের তদন্ত করার জন্য তাদের কাছে কোনো চিঠি আসেনি। এমনকি তাদের কাছে যথেষ্ঠ তথ্য-প্রমাণ নেই যে সেই ঐতিহাসিক ফাইনালটি পাতানো ছিল। আর তাই তদন্ত করার কোনো পরিকল্পনাও নেয়নি আইসিসির এই দুর্নীতি দমন ইউনিটটি। তবে তারা সকলের কাছে আহ্বান জানিয়েছেন, যদি কারও কাছে সেই ফাইনাল পাতানো বা কেউ ম্যাচ পাতিয়েছে এমন কোনো তথ্য থাকে, তবে যেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সেক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে সরে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে তারা।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সাধারণ সম্পাদক অ্যালেক্স মার্শাল বিবৃতিতে বলেন, ‘২০১১ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে চলমান অভিযোগের দিকে নজর দিতে চাইছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। যদিও এখন পর্যন্ত এই অভিযোগের জন্য আমাদের প্রয়োজনীয় কোনো তথ্য-প্রমাণ সরবরাহ করা হয়নি; যার জন্য আইসিসি দুর্নীতি দমন আইনে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেনি আকসু।’

‘শ্রীলঙ্কার তখনকার ক্রীড়ামন্ত্রী এই অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য কোনো চিঠি আইসিসিতে পাঠিয়েছে বলেও আমাদের জানা নেই। এদিকে আইসিসির সিনিয়র কর্মকর্তারা আমাদের নিশ্চিত করেছেন, পূর্বেও তারা এই বিষয়ে তদন্ত করার জন্য কোনো চিঠি পাননি। আর তাই ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনও কারণ আমাদের নেই।’

‘আমরা এই সমস্ত সকল অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সহকারে নিই। আমরা যদি এই সেই ফাইনাল সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ পেয়ে থাকি, তবে অবশ্যই আমরা আমাদের বর্তমান অবস্থান পর্যালোচনা করবো।’

‘যদি কারো কাছে সেই ফাইনাল পাতানো সম্বন্ধীয় কোনো তথ্য থাকে বা কেউ সেই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত আছে বলে কোনো প্রমাণ দিতে পারে তবে আমরা তাদের আইসিসি ইন্টেগ্রিটি দলের সাথে যোগাযোগ করতে অনুরোধ করছি।’

২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল পাতানো ছিল সর্বপ্রথম এমন দাবি তোলেন লঙ্কান বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তিনি ২০১৭ সালে একবার ম্যাচটি তদন্ত করার কথা বলেন। তবে সেসময় বিষয়টি ততটা আলোড়ন তুলতে পারেননি। তবে এবার লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রী অতুলগামাগে এই অভিযোগ তোলার পরে নড়েচড়ে বসে শ্রীলঙ্কার সরকার। অতুলগামাগের এই অভিযোগ প্রত্যাখান করে দুই লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে অভিযোগের সত্যতা প্রমাণ চান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাঙ্গাকারা। আগে ব্যাটিং করে জয়াবর্ধনের সেঞ্চুরিতে বিশ্বকাপ ফাইনালের রেকর্ড ২৭৪ রান তোলে শ্রীলঙ্কা। তবে গম্ভীরের ৯৭ এবং অধিনায়ক ধোনির অপরাজিত ৯১ রানে ১০ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত। ২৮ বছর পর ঘরে তোলে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়