Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ০৬ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২২ ১৪২৮ ||  ২৯ রবিউস সানি ১৪৪৩

‘স্টোকস কোহলির মতো, শতভাগ উজাড় করে দেয়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘স্টোকস কোহলির মতো, শতভাগ উজাড় করে দেয়’

ক্রিকেট ক্যারিয়ারে এখনো পর্যন্ত মাত্র তিন ম্যাচে অধিনায়কত্ব করেছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। তাও কাউন্টি ক্লাব ডারহামের হয়ে। সেই স্টোকসের কাঁধে বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে ইংলিশদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। জো রুটের অনুপস্থিতিতে দলকে সামলাবেন এই অলরাউন্ডার।

অভিজ্ঞতা তেমন না থাকলেও স্টোকস অধিনায়ক হিসেবে ভালো করবেন বলে মনে করছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। সাবেক এই ক্রিকেটারের মতে, স্টোকসের চরিত্র অনেকটাই কোহলির মতো। মাঠে নিজের শতভাগ উজাড় করে দেয় এই ইংলিশম্যান। আর তাই নাসের হুসেইন আশাবাদী কোহলির মতো স্টোকসও মাঠে দারুণ অবদান রাখবেন।

স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেড শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে নাসেরের ভাষ্যে, ‘স্টোকসের চরিত্র হচ্ছে অনেকটা কোহলির মতো। সে মাঠে যা করে, সব শতভাগ উজাড় করে দিয়ে করে। তাই, আমি আশা করছি সে দারুণ এক অধিনায়ক হবেন।’

স্টোকস দায়িত্ব পেলেও কেবল এক বা দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য প্রথম টেস্টে না খেলা রুট ফিরতে পারেন দ্বিতীয় ম্যাচের আগেই। তবে রুটের জায়গায় স্টোকসই সেরা পছন্দ জানিয়ে নাসের হুসেইন আরও যোগ করেন, ‘জো রুট তাঁর দ্বিতীয় সন্তানের জন্য এখন বিরতিতে আছেন। স্টোকস ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আমি মনে করি, সে সবচেয়ে যোগ্য ছিল, এই দায়িত্বের জন্য। আমি তাকে পূর্ণ সমর্থন দিচ্ছি।’

ক্রিকেটার স্টোকস এখন পর্যন্ত কাউন্টি দল ডারহামের হয়ে তিন ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তাঁর একটি আবার বয়সভিত্তিক দলের হয়ে। অথচ সেই স্টোকস পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নেবেন কিনা এমন প্রশ্ন ইতিমধ্যে উঠছে। নাসের হুসেইন মনে করছেন, সেই সম্ভাবনা তেমন নেই। তাঁর ভাষ্যে, ‘আমার মনে হয় না, সে এমন কোনো চিন্তা করছে যে, অধিনায়কত্ব করাটা আমার কাজ। তাঁর মতো অলরাউন্ডারের জন্য পূর্ণকালীন অধিনায়ক হওয়া, তিন ফরম্যাটে খেলা, আইপিএলে যোগদান করা- আমার মনে হয় তাঁর কাঁধে অনেক বেশি পরিমাণে চাপ পড়ে যাবে। হয়ত, সে দুর্দান্ত এক অধিনায়ক হতেই পারে, তবে আমি ভাবছি, পূর্ণকালীন অধিনায়ক হলে এত চাপ সে সামলাতে সে কি পারবে!’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়