ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এশিয়া কাপের ওপর নির্ভর করছে জাতীয় দলের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এশিয়া কাপের ওপর নির্ভর করছে জাতীয় দলের অনুশীলন

ফাইল ফটো

সূচি অনুযায়ী এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ক্রিকেটারদের মাঠে ফেরাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নয়তো মাঠে ফেরার অপেক্ষা বাড়বে ক্রিকেটারদের। তড়িঘড়ি করে, কোনো ঝুঁকি নিয়ে ক্রিকেটারদের মাঠে ফেরানোর চিন্তা নেই বিসিবির। আগামী ৯ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা রয়েছে। সেখানেই ভবিষ‌্যৎ চূড়ান্ত হবে এশিয়া কাপের।

যদি টুর্নামেন্ট আয়োজনে আয়োজকরা সবুজ সংকেত দেখায় তাহলে বিসিবি জুলাইয়ের শেষ দিকে নয়তো আগস্টের শুরুতে তামিম, মুশফিকদের অনুশীলনে ফেরাবে। এজন‌্য সম্ভাব‌্য সকল প্রস্তুতি নিয়ে রাখছে ক্রিকেট বোর্ড। জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম‌্যাটে। এজন‌্য ২৪ সদস্যের দল বাছাই করা হবে। তাদেরকে নিয়ে চলবে অনুশীলন।

রাইজিংবিডিকে রোববার দুপুরে তিনি বলেছেন, ‘হ্যাঁ, এশিয়া কাপের একটি সভা আছে ৯ জুলাই। এশিয়া কাপ হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা হবে। যদি এশিয়া কাপ হয় আমরা সেভাবে প্রস্তুতি নেব। ২৪ জনের একটি খেলোয়াড় তালিকা আমরা প্রস্তুত করবো। মূলত সাদা বলের ক্রিকেটারদের এ তালিকায় নেওয়া হচ্ছে।’

এর আগে নির্বাচকরা ৩৭ জনের একটি তালিকা চূড়ান্ত করেছিলেন। জানিয়েছিলেন, করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফিরলে সেই ৩৭ জন ক্রিকেটারকে নিয়ে ফিটনেস ক‌্যাম্প করানো হবে। যদি এশিয়া কাপ অনুষ্ঠিত না হয় তাহলে পুরোনো তালিকাই চূড়ান্ত থাকবে। করোনা পরবর্তী সময়ে ৩৭ জনের তালিকা নিয়েই হবে অনুশীলন। এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তারা আয়োজকের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কাকে। ছয় দল নিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

ক্রিকেটারদের মাঠে ফেরানোর জন‌্য বিসিবি দেশের আটটি স্টেডিয়াম তৈরি করছে। স্টেডিয়ামগুলোকে পূর্ণ প্রস্তুতের পাশাপাশি জীবাণুনাশক করার কাজও করছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা ক্রিকেটারদের মাঠে ফেরানোর বিষয়ে খুব সচেতনতার সঙ্গে এগুতে চাই। তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে এগুতে চাই। ক্রিকেটাররা অনুশীলনের মধ্য দিয়ে আবার মাঠে ফিরুক, সেটাই আমাদের চাওয়া। আর এই জন্য আমরা মাঠ এবং অনুশীলনের সুযোগগুলি সম্পূর্ণ প্রস্তুত এবং কার্যকরী করে রাখছি।’


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়