ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জয়ে ফিরলো চ‌্যাম্পিয়ন লিভারপুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জয়ে ফিরলো চ‌্যাম্পিয়ন লিভারপুল

প্রিয়িমার লিগ শিরোপা নিশ্চিতের পর প্রথম ম‌্যাচ খেলতে নেমেই হারের মুখ দেখেছিল লিভারপুল। গার্ড অব অনার দিয়ে ম‌্যানসিটি ৪-০ গোলে হারিয়েছিল চ‌্যাম্পিয়নদের। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি লিভারপুল। রোববার নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে অ‌্যাস্টন ভিলাকে।

অ্যানফিল্ডে সাদিও মানে ও কার্টিস জোন্স গোল করে দলকে জয়ের স্বাদ দিয়েছেন। লিগে ৩৩ ম‌্যাচ এটি লিভারপুরের ২৯ জয়। ২টি করে ম‌্যাচ তারা হেরেছে ও ড্র করেছে। অ‌্যাস্টন ভিলার বিপক্ষে লিভারপুলের আধিপত‌্য বেশ পুরোনো। প্রিমিয়ার লিগে ২০ মুখোমুখিতে লিভারপুল জিতেছে ১৪টি, বাকি ছয়টিতে জয় অ‌্যাস্টন ভিলার।

এমন সমীকরণ নিশ্চিতভাবেই প্রত‌্যাশা বাড়িয়ে দেয় সমর্থকদের। তবে ঘরের মাঠের প্রথমার্ধে লিভারপুল তেমন কিছু করতে পারেননি। গোলশূণ‌্য প্রথমার্ধে দুই দলের ফরোয়ার্ডরা একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন। তবে দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা ছিল উড়ন্ত। নিয়ন্ত্রিত ফুটবলে প্রতিপক্ষ শিবিরে মুহূর্মুহু আক্রমণ করে যাচ্ছিলেন সালাহ, মানে, ফিরমিনহোরা।

ধারাবাহিক আক্রমণে ৭১ মিনিটে গোলের দেখা পায় লিভারপুল। কেইটার ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোলের খাতা খুলেন মানে। মৌসুমে এটি তার ২০তম গোল। টানা তিন মৌসুম সবধরণের প্রতিযোগিতায় লিভারপুলের হয়ে ২০ গোলের বেশি করার কৃতিত্ব দেখালেন মানে। ম‌্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে দলের লিড বাড়ান জোনস। সালাহর বাড়ানো বল ভলিতে নিয়ে দারুণ গোল করেন ১৯ বছর বয়সি ইংলিশ এ মিড ফিল্ডার।

অন‌্যদিকে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে থাকা অ‌্যাস্টন ভিলার এটি লিগের ২০তম হার। লিগ শিরোপা নিশ্চিত হলেও লিভারপুলকে অপেক্ষায় থাকতে হচ্ছে শেষ ম‌্যাচ পর্যন্ত। ২৬ জুলাই নিউক‌্যাসেলের বিপক্ষে ম‌্যাচ শেষেই লিগ শিরোপা উঠবে তাদের হাতে। ৩০ বছরের অপেক্ষার অবসান হবে।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়