ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচ হবে সিলেটে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচ হবে সিলেটে

করোনা বিপর্যয়ের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অক্টোবর-নভেম্বরে মাঠে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা ও এএফসির নতুন সূচি অনুযায়ী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হবে করোনা সঙ্কট কাটিয়ে প্রথম ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। এছাড়াও ১৩ অক্টোবর কাতার বিপক্ষে। আর ১২ ও ১৭ নভেম্বর যথাক্রমে ভারত ও ওমানের বিপক্ষে খেলবে জেমি ডে’র শিষ্যরা।

এই চার ম্যাচের তিনটি ম্যাচ ঘরের মাঠে স্বাগতিক হিসেবে খেলবে বাংলাদেশ। যার একটি সিলেটে এবং বাকি দুটি ঢাকায় হওয়ার কথা। তবে ফিফা এবং এএফসির নির্দেশনা অনুযায়ী সুযোগ সুবিধা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে না থাকায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের হোম ম্যাচগুলো সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শুরু থেকে সিলেটে হওয়ার কথা ছিল। এবার বাকি দুটিও সিলেটে নিয়ে যাওয়া প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ফিফা ও এএফসির ম্যাচ আয়োজনের জন্য যেগুলো অবশ্যই থাকতে হবে সেগুলোর অন্যতম হচ্ছে, গ্যালারিতে চেয়ার। বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তা নেই। মন্ত্রণালয়কে আমরা জানিয়েছিলাম, কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগে সংস্কার সম্ভব নয়। তাই সিলেটকেই বেছে নিতে হয়েছে।’

এদিকে করোনাভাইরাসের এই সময়ে ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জটিলতা বাড়াতে চাইছে না বাফুফে। সংস্থাটির সাধারণ সম্পাদক এ বিষয়ে আরও যোগ করেন, ‘করোনা পরিস্থিতির কারণে এগুলো বিভিন্ন ভেন্যুতে আয়োজন করা আমাদের জন্য কঠিন হবে। এ কারণে এক স্টেডিয়ামে হোম ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এছাড়াও খেলোয়াড়দের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে ফিফা ও এএফসি নতুন নির্দেশনা দিবেন জানিয়ে আবু নাঈম সোহাগ বলেন, ‘ম্যাচগুলো আয়োজনের জন্য ফিফা ও এএফসি জুলাইয়ের মধ্যে আমাদের নতুন নির্দেশনা দিবে। খেলোয়াড়দের থাকা, যাতায়াত, অনুশীলনের মাঠ, স্টেডিয়ামের পরিবেশ, দর্শক উপস্থিতি থেকে শুরু করে অনেক বিষয়ে নতুন নির্দেশনা থাকবে।’

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ চার ম্যাচে তিন হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে। এখন দেখার বিষয় বাকি চার ম্যাচে কি ফলাফল বয়ে আনে জেমি ডে’র শিষ্যরা।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়