ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রিমিয়ার লিগ দিয়ে খেলা শুরুর আশা সিসিডিএমের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রিমিয়ার লিগ দিয়ে খেলা শুরুর আশা সিসিডিএমের

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই শুরু হয়েছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর। তবে ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শে, গত ১৬ মার্চ প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা চলাকালে দ্বিতীয় রাউন্ড স্থগিত ঘোষণা দেয় বিসিবি। সে সময় বিসিবি বস নাজমুল হাসান জানিয়েছিলেন, আগামী ১৫ এপ্রিলের আগে লিগ মাঠে ফেরার সম্ভাবনা নাই।

সেই শুরু এখনও হয়নি। কবে হবে সে নিশ্চয়তাও নেই। তবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আশা করছে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শুরু করা হবে প্রিমিয়ার লিগ। দেশের ক্রিকেট ডিপিএল দিয়ে শুরু করার আশা সিসিডিএমের সভাপতি। আর সেজন্য ক্লাবগুলোকে এখন থেকে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছে তারা। এমনকি ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে ক্লাবের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করতেও বলা হয়েছে।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে সিসিডিএমের সভাপতি কাজী ইনাম আহমেদ বলেন, ‘গতকাল আমি কোয়াবের সঙ্গে একটা আলোচনায় বসেছিলাম। সেখানে জাতীয় দল এবং প্রথম শ্রেণির কয়েকজন ক্রিকেটার ছিল। আমরা ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসর শুরুর সম্ভাব্যতা নিয়ে কথা বলেছিলাম। আমরা এই মুহূর্তে শুরুর কোনো সময় বলতে পারবো না। তবে আমরা চাই ডিপিএল দিয়ে খেলা মাঠে গড়াক।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা ক্লাবের পক্ষ থেকে ক্রিকেটারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করছি। ক্রিকেটারদের ফিটনেস নিয়ন্ত্রণে রাখতে বলছি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার ১৫ দিনের মধ্যে যাতে খেলা শুরু করা যায় এই জন্য ক্লাব গুলোর এখন থেকে প্রস্তুত থাকা উচিত।’

এদিকে করোনার এই সময় সবার সুরক্ষা নিশ্চিত করে কোথায় খেলা শুরু করা যায় সে নিয়ে সিসিডিএম সভাপতি আরও যোগ করেন, ‘কক্সবাজার বা বিকেএসপিকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যেতে পারে। যাতে ক্রিকেটার এবং ক্লাব কর্মকর্তারা এমনভাবে থাকতে পারে যেখানে সীমিত আকারে আইসোলেশন মানা সম্ভবপর হয়।’

এবার ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ক্লাবগুলো। তাই ক্রিকেটারদের পাওনা আদায় করার দায়িত্ব সিসিডিএমের উপর নেই। তবুও তারা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছে যেন লিগ শুরুর আগে ক্রিকেটারদের পাওনার অর্ধেক বুঝিয়ে দেওয়া হয়। এ নিয়ে তিনি আরও বলেন, ‘যদিও এ বছর খেলোয়াড়দের সঙ্গে সরাসরি চুক্তি রয়েছে ক্লাবের। তবে সিসিডিএম ইতিমধ্যে ক্লাবগুলোকে লিগ শুরুর আগে ক্রিকেটারদের পাওনার ৫০ ভাগ বুঝিয়ে দিতে বলেছে। আমরা আশা করছি খেলা যদি মাঠে ফিরে তবে ডিপিএল দিয়েই তা শুরু হবে। আর এমন কথা বিসিবি সভাপতিও বিভিন্ন সময় বলেছেন।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়