ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিশ্ব ক্রিকেটের মঙ্গলের স্বার্থে ল্যাঙ্গারের চাওয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিশ্ব ক্রিকেটের মঙ্গলের স্বার্থে ল্যাঙ্গারের চাওয়া

করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ ছিল প্রায় চার মাস। অবশেষে গতকাল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে আবার ফিরেছে ক্রিকেট। সবুজ ঘাস ফিরে পেয়েছে প্রাণ। ইংল্যান্ডে এই প্রাণের খেলার ব্যস্ততা থাকবে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে খেলবে স্বাগতিক ইংল্যান্ড।

এদিকে চলতি মাসে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনাভাইরাসের কারণে সিরিজটি স্থগিত করা হয়েছে। তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার চাইছেন স্থগিত হওয়া সিরিজ আয়োজন হোক সেপ্টেম্বরে। ইংল্যান্ডে চলমান সিরিজের ব্যস্ততা শেষে। আর ল্যাঙারের এমন চাওয়া কেবল, বিশ্ব ক্রিকেটের মঙ্গলের স্বার্থেই।

অজি এই কোচ ডেইলিমেইলকে বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, আমাদের ইংল্যান্ডে যাওয়া উচিত। অনেক কারণেই যাওয়া উচিত।’

করোনার এই সময় ইংল্যান্ডে যাওয়া মানে সফরে দুই ধাপ করে মোট চার ধাপে কোয়ারেন্টাইন মেনে চলা, বায়োসিকিউরিটি পরিস্থিতিতে পুরো সময় থাকা এবং সবচেয়ে বড় বিষয় লম্বা সময় ধরে পরিবারের বাইরে থাকা। ল্যাঙ্গার মনে করেন সম্ভব হলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে তারপর সফর করার উপায় খুঁজে বের করা উচিত।

তাঁর ভাষ্যে, ‘আমার মনে হয়, আমাদের ইংল্যান্ডে যাওয়া উচিত। অনেক চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে যদি সম্ভব হয়, তাহলে আমাদের সফর করার জন্য সমাধান খুঁজে বের করতে হবে। বিশ্ব ক্রিকেটের ভালোর জন্যই এটি প্রয়োজন, এটাই আমার ব্যক্তিগত মতামত।’

ল্যাঙ্গার মনে করেন যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করা হয়, তবে শেষ পর্যন্ত আর আক্ষেপ থাকবে না নিজেদের মধ্যে। এই নিয়ে ল্যাঙ্গার আরও যোগ করেন, ‘এরপরও যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু হয়ে যায় এবং সফর করা সম্ভব না হয়। তাহলে অন্তত আমরা বলতে পারব, সাধ্যের মধ্যে সব চেষ্টাই আমরা করেছি।’

এদিকে টেস্ট সিরিজ খেলার জন্য ভারত নভেম্বরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে। এখন পর্যন্ত বিষয়টা নিশ্চিত হয়ে আছে। ল্যাঙ্গার মনে করেন ভারত যেমন অস্ট্রেলিয়ায় আসবে, ঠিক একইভাবে অজিদেরও উচিত ইংল্যান্ডে যাওয়া। তিনি আরও যোগ করেন, ‘আমরা যেমন চাই, ভারত আমাদের এখানে আসুক। ঠিক একইভাবে আমি মনে করি, আমরাও ইংল্যান্ডে যাওয়া উচিত।’

অজি কোচ ল্যাঙ্গারের এমন চাওয়া কী শেষ পর্যন্ত পূর্ণতা পায় কি না সেটাই এখন দেখার বিষয়।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়