ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা নেগেটিভ ভিনিসিয়াস, খেলবেন আজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৪, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা নেগেটিভ ভিনিসিয়াস, খেলবেন আজ

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের এর আগে একবার করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু সেটা ঠিকমতো করা হয়নি। এ কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তার আবার টেস্ট করা হয়। তবে ভয়ের কিছু নেই, ফল নেগেটিভ এসেছে। সে কারণে আজ শুক্রবার আলাভেসের বিপক্ষে খেলবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জিনেদিন জিদান।

করোনা সতর্কতার কারণে বৃহস্পতিবার অনুশীলন করেননি ভিনিসিয়াস। তার বিষয়ে জিদান বলেছেন, ‘সে করোনা আক্রান্ত হয়নি। তবে তার পরীক্ষায় কিছুটা ভুল হয়েছে। সে কারণে প্রোটোকল অনুযায়ী তাকে অনুশীলন করাইনি। বৃহস্পতিবার সকালে তার আবার করোনা টেস্ট করানো হয় এবং নেগেটিভ আসে।’ 

স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। লিগে এখনো তাদের চারটি ম্যাচ বাকি রয়েছে। ৩৪ ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। অন্যদিকে ৩৫ ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

আজ বাংলাদেশ সময় রাত ২টায় আলাভেসের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে জয় পেলে আবার ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়