ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লা লিগায় নতুন রেকর্ড গড়লেন মেসি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৩, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লা লিগায় নতুন রেকর্ড গড়লেন মেসি

স্প্যানিশ লা লিগায় শনিবার (১১ জুলাই) রাতে রিয়াল ভালাদোলিদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচে লিওনেল মেসি গোল না পেলেও গড়েছেন নতুন একটি রেকর্ড। এদিন ভিদালকে গোলে সহায়তা করে লা লিগার ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ২০টি গোল ও ২০টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন তিনি।

তার আগে ২০০৮-০৯ মৌসুমে জাভি হার্নান্দেজ লা লিগায় ২০টির অধিক অ্যাসিস্ট করেছিলেন। তবে লা লিগায় কেউ-ই তার মতো ২০টির অধিক গোল ও ২০টি অ্যাসিস্ট করতে পারেননি।

অবশ্য ইউরোপের সেরা পাঁচটি লিগ হিসাব করলে ২০০২-০৩ মৌসুমে থিরেয়ে অঁরি আর্সেনালের হয়ে ২৪টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেছিলেন। অঁরির ১৮ বছর পর মেসি ছুঁলেন এই রেকর্ড। তার নামের পাশে রয়েছে ২২টি গোল ও ২০টি অ্যাসিস্ট। লিগে এখনো ২টি ম্যাচ বাকি রয়েছে। দেখার বিষয় বাকি দুই ম্যাচে গোল করে অ্যাসিস্টের পাশাপাশি অঁরির গোলের সংখ্যাটিকে ছুঁতে পারেন কিনা ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়