ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ম্যানসিটির গোল উৎসব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৮, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ম্যানসিটির গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে থাকা ব্রিজটন অ্যান্ড হোভ এলবিয়নকে স্রেফ উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ম্যানসিটি ৫-০ গোলে হারিয়েছে ব্রিজটনকে।

রহিম স্টারলিংয়ের হ্যাটট্রিক ও গ্যাব্রিয়েল জেসুস এবং বার্নাডো সিলভার গোলে উৎসব করেছে গার্দিওলার শিষ্যরা। চলতি মৌসুমে উড়ছে ইংলিশ ফুটবলার স্টারলিং। গতকালের তিন গোল নিয়ে এবার সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করেছেন তিনি। শেষ পাঁচ ম্যাচে গোল করেছেন ছয়টি। ব্রিজটনের বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন স্টারলিং। তাইতো দ্বিতীয়ার্ধে একাদশে ছয় খেলোয়াড় পরিবর্তন করতে ভয় পাননি গার্দিওলা।

শেষ দুই ম্যাচে সিটি পাঁচ গোলের ব্যবধানে জিতেছে। ২০১৭ সালের পর এমন কিছুর স্বাদ পেল তারা। সেবার সেপ্টেম্বরে টানা তিন ম্যাচ পাঁচ গোলের ব্যবধানে জিতেছিল। লিগের ইতিহাসে ব্রিজটন কখনো হারাতে পারেনি ম্যানসিটিকে। ছয়বারের মুখোমুখিতে প্রত্যেকবার বিজয়ের পতাকা উড়িয়েছে ম্যানসিটি। ছয় ম্যাচে ব্রিজটনের জালে ম্যানসিটি গোল করেছে ২০টি। জবাবে গোল হজম করেছে মাত্র দুইটি। 

৩৫ ম্যাচে এটি ম্যানসিটির ২৩তম জয়। ৭২ পয়েন্ট নিয়ে তারা আছে লিগের দ্বিতীয় স্থানে। এরই মধ্যে লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ৩৫ ম্যাচে ৩০ জয়ে তাদের পয়েন্ট ৯৩। শিরোপা জিতলেও গতকালের লড়াইয়ে জিততে পারেনি লিভারপুল। বার্নলির সঙ্গে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। এছাড়া দিনের অন্যান্য খেলায় চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৪-০ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়